Ajker Patrika

কক্সবাজারের ধর্ষণকাণ্ডে ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কক্সবাজারের ধর্ষণকাণ্ডে ক্ষোভ প্রকাশ

কক্সবাজার পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এক পর্যটক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং রাস্তায় অপরাধমূলক কার্যক্রমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় নানা অপরাধমূলক চক্রের দ্বারা নারী, তরুণী ও কন্যাশিশুরা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে। এ ধরনের চক্র বিভিন্ন এলাকায় গিয়ে অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করে আসছে। তাদের এসব কার্যক্রম নারী, তরুণী ও কন্যাশিশুদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে, তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।

জানা যায়, কক্সবাজারে বিভিন্ন পর্যটন পয়েন্টে একটি চক্র র‍্যাব পরিচয়ে বিভিন্ন অপকর্মমূলক কার্যক্রম সংঘটিত করে আসছে। এই চক্রের হাতে প্রথমে এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। এরপর রাতে রাজা গেস্টহাউস নামে একটি অতিথিশালায় এক তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করে নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে। একপর্যায়ে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত