ক্লিন শেভ ও দাঁড়ি ছাঁটাইয়ে নিষেধাজ্ঞা তালেবানের, সেলুনে হুঁশিয়ারি
আফগানিস্তানের হেলমান্ড প্রদেশের সেলুনগুলোকে ক্লিন শেভ ও দাঁড়ি ছাঁটাই করতে নিষেধ করেছে তালেবান। এ কাজ ইসলামের বিধি লঙ্ঘন উল্লেখ করে এরই মধ্যে সেলুনগুলোতে চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ক্লিন শেভ ও দাঁড়ি ছাঁটাই করলে নরসুন্দরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।