Ajker Patrika

জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে চায় তালেবান  

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১: ৩৮
জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে চায় তালেবান  

নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে চায় তালেবান।  সেখানে বক্তব্য  দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে তারা।   

তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে দেওয়া এক চিঠিতে এই  আগ্রহের কথা জানিয়েছেন। বিষয়টি জাতিসংঘের একটি কমিটি বিবেচনা করবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

এদিকে তালেবান তাদের দোহাভিত্তিক মুখপাত্র সুহেল শাহীনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে। 

গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলকারী গোষ্ঠীটি বলেছে, ক্ষমতাচ্যুত সরকারের দূত এখন আর প্রতিনিধিত্ব করছেন না। 

তালেবানের আহ্বানের বিষয়ে জাতিসংঘের মুখপাত্র বলেছেন, উচ্চপর্যায়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান  একটি কমিটি বিবেচনা করছে, যে কমিটির ৯ সদস্যের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। 

জাতিসংঘের চিঠি দিয়ে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিতবে আগামী সোমবার অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তাদের কথা বলার সম্ভাবনা নেই। ততক্ষণ পর্যন্ত জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে থাকবেন গোলাম ইসাকজাই। তিনি গণি সরকারের সময় থেকে জাতিসংঘের আফগানিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। 

গোলাম ইসাকজাই আগামী ২৭ সেপ্টেম্বর সভার শেষ দিন বক্তব্য দেবেন বলে আশা করা যাচ্ছে। তবে তালেবান বলছে, তিনি এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না। 

এদিকে মঙ্গলবার জাতিসংঘের বৈঠকে কাতার বিশ্বনেতাদের তালেবানের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন। 

কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, বয়কট করলে কেবল মেরুকরণ ও প্রতিক্রিয়া তৈরি করবে। আলোচনা করলে তা ফলপ্রসূ হতে পারে। 

এর আগে কাতার তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করেছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত