পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানে নারীদের শিক্ষাগ্রহণে বাধা দেওয়া হবে ইসলাম পরিপন্থী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান এমনটি জানিয়েছেন।
ইমরান খান জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য আফগানিস্তানে নতুন তালেবান সরকারকে পাকিস্তানের শর্ত পূরণ করতে হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারে প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।
ইমরান খান বলেছেন, আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত হবে না। এটি পাকিস্তানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে।
গত সপ্তাহে আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খোলার ঘোষণা দিলেও মেয়েদের বাদ দিয়ে শুধু ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদের শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে তালেবান। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন, তিনি বিশ্বাস করেন মেয়েরা শিগগিরই স্কুলে ফিরতে পারবে।
সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তালেবান ক্ষমতায় আসার পর থেকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা খুবই উৎসাহব্যাঞ্জক। আমি মনে করি তারা মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে।
তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন , তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে কিনা অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান। সব প্রতিবেশী একত্রিত হয়ে দেখবে, তালেবান কীভাবে অগ্রসর হয়।
অভিযোগ রয়েছে, পাকিস্তানের সঙ্গে তালেবানের গভীর সম্পর্ক রয়েছে। যদিও পাকিস্তান তা অস্বীকার করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানে নারীদের শিক্ষাগ্রহণে বাধা দেওয়া হবে ইসলাম পরিপন্থী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান এমনটি জানিয়েছেন।
ইমরান খান জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য আফগানিস্তানে নতুন তালেবান সরকারকে পাকিস্তানের শর্ত পূরণ করতে হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারে প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।
ইমরান খান বলেছেন, আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত হবে না। এটি পাকিস্তানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে।
গত সপ্তাহে আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খোলার ঘোষণা দিলেও মেয়েদের বাদ দিয়ে শুধু ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদের শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে তালেবান। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন, তিনি বিশ্বাস করেন মেয়েরা শিগগিরই স্কুলে ফিরতে পারবে।
সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তালেবান ক্ষমতায় আসার পর থেকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা খুবই উৎসাহব্যাঞ্জক। আমি মনে করি তারা মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে।
তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন , তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে কিনা অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান। সব প্রতিবেশী একত্রিত হয়ে দেখবে, তালেবান কীভাবে অগ্রসর হয়।
অভিযোগ রয়েছে, পাকিস্তানের সঙ্গে তালেবানের গভীর সম্পর্ক রয়েছে। যদিও পাকিস্তান তা অস্বীকার করে।
সাধারণত এপ্রিল-মে মাসের দিকে এই পোকাগুলো তাদের সঙ্গীর সঙ্গে মিলিত হয়। কিন্তু ব্যাপারটা তাদের জন্য রোমান্টিক হলেও এই পোকাদের ভিড়ে এখন রীতিমতো নাকাল রাজধানী ও পার্শ্ববর্তী এলাকাগুলো।
৬ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর সিনজিল এখন কার্যত একটি খোলা কারাগার। কারণ, শহরটির পূর্ব প্রান্তে পাঁচ মিটার উঁচু ধাতব বেড়া দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আর এই বেড়ার একটি মাত্র প্রবেশপথ খুলে রেখে সবদিক সিল করে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেআর্সেনালের সাবেক ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এসব ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশি অনুপ্রবেশ, ধর্মান্তর ও আদিবাসী জনসংখ্যার হ্রাস—এই তিন ইস্যু সামনে রেখে ঝাড়খন্ডে তিন বছরব্যাপী এক বৃহৎ পদযাত্রা শুরু করতে যাচ্ছে বিজেপি। রাজ্যের প্রতিটি মহকুমায় ধাপে ধাপে চলবে এই কর্মসূচি, সপ্তাহে তিন থেকে চার দিন যাত্রা হবে রাজ্যের প্রান্তিক ও আদিবাসী অঞ্চলগুলোতে।
১০ ঘণ্টা আগে