Ajker Patrika

কাবুলে তালেবান নেতাদের সঙ্গে চীন-রাশিয়া-পাকিস্তানের প্রতিনিধিদের বৈঠক 

কাবুলে তালেবান নেতাদের সঙ্গে চীন-রাশিয়া-পাকিস্তানের প্রতিনিধিদের বৈঠক 

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান নেতাদের সঙ্গে চীন-রাশিয়া-পাকিস্তানের বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। এছাড়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং দেশটির প্রধান শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গেও বৈঠক করেছে ওই তিনদেশের বিশেষ প্রতিনিধি দল। চীনের একজন কর্মকর্তা আজ বুধবার এমনটি জানিয়েছেন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাও লিজিয়ান জানান, আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাবুলে আলোচনা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং দেশটির প্রধান শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে এই প্রথম বিদেশি কূটনীতিকদের বৈঠক হলো। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে সম্প্রতি চিঠি দিয়েছে তালেবান। আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠীটি সেই চিঠিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দিতে চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। এই চিঠির বিষয়েও চীন-রাশিয়া-পাকিস্তানের বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তালেবানের কথা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত