Ajker Patrika

ক্লিন শেভ ও দাঁড়ি ছাঁটাইয়ে নিষেধাজ্ঞা তালেবানের, সেলুনে হুঁশিয়ারি

ক্লিন শেভ ও দাঁড়ি ছাঁটাইয়ে নিষেধাজ্ঞা তালেবানের, সেলুনে হুঁশিয়ারি

আফগানিস্তানের হেলমান্ড প্রদেশের সেলুনগুলোকে ক্লিন শেভ ও দাঁড়ি ছাঁটাই করতে নিষেধ করেছে তালেবান। এ কাজ ইসলামের বিধি লঙ্ঘন উল্লেখ করে এরই মধ্যে সেলুনগুলোতে চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ক্লিন শেভ ও দাঁড়ি ছাঁটাই করলে নরসুন্দরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হেলমান্ডের পাশাপাশি কাবুলের কিছু সেলুনেও তালেবান যোদ্ধারা এ নির্দেশনা দিয়ে গেছেন। এ নিষেধাজ্ঞা নিয়ে কারও অভিযোগ করারও সুযোগ নেই। কোন সেলুনে এ নিষেধাজ্ঞা লঙ্ঘন হচ্ছে কিনা তা খুঁজে বের করতে গোয়েন্দা তৎপরতা চলবে বলেও উল্লেখ করা হয়। 

সরাসরি নোটিশের পাশাপাশি কিছু সেলুনে ফোনও দেওয়া হয়েছে। শহরের একটি অন্যতম বড় সেলুন কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, ফোন করে তালেবান নেতা পরিচয় দিয়ে একজন বলেন, 'আমেরিকার সিস্টেমে চুল-কাটা বন্ধ করুন'। দাঁড়ি শেভ ও ছাঁটাই করাও বাদ দিন। 

এই নোটিশ পেয়ে এরই মধ্য অনেক সেলুন ক্লিন শেভ করা বন্ধ করে দিয়েছে। নোটিশ পাওয়ার আগেই অনেক সেলুন এ নির্দেশনা মানতে শুরু করেছে। তালেবান সেনাদের টার্গেট হওয়া থেকে মুক্ত থাকতে অনেক নাগরিকও এই নির্দেশনা মানতে শুরু করেছে। 

এ নিয়ে নরসুন্দরদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই পেশা ছাড়ার মতো পরিস্থিতির মুখোমুখিও হয়েছেন অনেকে। তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে তরুণেরা হালের ফ্যাশন মেনে চুল-দাঁড়ি কাটাচ্ছে। তাঁদের টার্গেট করে অনেক সেলুন চালু হয়েছে। এই ধরনের সেলুনগুলো এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ১৫ বছর ধরে ট্রেন্ডি চুল কাটার পেশায় থাকা আরেক নরসুন্দর বলেন, মনে হয় না এ পেশায় আর থাকতে পারব। 

প্রসঙ্গত, তালেবানের ১৯৯৬-২০০১ শাসনামলেও দাঁড়ি ও চুলের ঝলমলে কাটে নিষেধাজ্ঞা ছিল। চলতি বছরের ১৫ আগস্ট ক্ষমতা দখলের পর তালেবান আবারও একই পথে হাঁটছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) অপহরণের অভিযোগে চারজনকে হত্যা করে মরদেহ হেরাত রাজ্যে ঝুলিয়ে রাখে তালেবান। যা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত