এক রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩
এক রাতে রাজধানীতে তিন স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টার মধ্যে এসব ঘটনা ঘটে। আহতরা হলেন—জুবায়ের (১৬), সাগর (২৪) ও স্বপন (১৯)। আহত সাগর ও স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।