Ajker Patrika

রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২০: ২৬
রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি গলায় ফাঁস নিয়ে এবং অন্যটি সড়ক দুর্ঘটনা। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি এবং পল্টনে গলায় ফাঁস দিয়ে নির্মাণশ্রমিক আসমাউল (১৮) মারা গেছেন। 

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মবিন আহমেদ জানান, শ‍্যামলীতে রোববার ভোরে কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে পড়ে ছিলেন অজ্ঞাতনামা ওই ব্যক্তি। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, ‘ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’ 

এদিকে গতকাল শনিবার রাতে পল্টন থানা-পুলিশ আসমাউলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে আসমাউল। 

এ বিষয়ে পল্টন থানার এসআই রেজাউল করিম খান বলেন, শান্তিনগর শেল্‌টেক্‌ ১৫৮ নম্বর নির্মাণাধীন ১৪ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। রাতে খবর পেয়ে ওই ভবনের ১৩ তলা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, দুই মাস ধরে তিনি ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত