Ajker Patrika

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৬
ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি আবদুস সালাম (৬০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল জানান, সালাম বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পৃথক দুটি মামলায় ১০ বছরের সাজা হয়েছিল তাঁর। 

মো. ফয়সাল আরও জানান, সালাম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের মৌজ আলী হাওলাদারের ছেলে। তিনি কিডনির সমস্যা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগে বিভিন্ন হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সকালে কারাগারে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত