Ajker Patrika

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে ঠিকাদারের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে ঠিকাদারের মৃত্যু

রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় রড পড়ে মাজেম আলী (৫৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই ভবনের ঠিকাদারি করতেন। 

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তাঁর মৃত্যু হয়। 

মৃত মাজেম আলীর ছেলে আসাদুজ্জামান মিলন জানান, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ঘোড়াশাল গ্রামে। বর্তমানে দক্ষিণ কুড়িল হিমবাড়ি এলাকায় থাকতেন। তাঁর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

মিলন বলেন, তাঁর বাবা নির্মাণাধীন ওই ভবনের ঠিকাদার ছিলেন। বিকেলে মধ্য বাড্ডা ৫ নম্বর সড়কের ১৮ নম্বর ভবনের নির্মাণকাজ পরিদর্শন করছিলেন তিনি। তখন শ্রমিকেরা রড তুলছিলেন। সে সময় একটি রড তাঁর মাথার ওপর পড়ে থুতনি দিয়ে বের হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মাজেম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত