ঢামেক প্রতিনিধি
রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন রাজধানীর নারিন্দার বাসিন্দা জুবায়ের (১৬), কদমতলীর সাগর (২৪) ও মালিবাগের স্বপন (১৯)।
আজ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোররাত ৪টার মধ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত সাগর ও স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জুবায়েরের গ্যারেজ মালিক মো. আফজাল জানান, জুবায়ের ব্যাটারিচালিত অটোরিকশাচালক। সে মান্ডা এলাকায় থাকে। রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থেকে দুজন যাত্রী নারিন্দায় যাওয়ার কথা বলে তার রিকশায় ওঠে। রিকশাটি নারিন্দায় পৌঁছালে তার কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা জুবায়েরের বুকে ও হাতে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৫০০-৬০০ টাকা ছিনিয়ে নেয়। তবে তার রিকশাটি নিতে পারেনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তার বুকে ছুরিকাঘাত রয়েছে।
ছুরিকাঘাতের শিকার সাগর জানান, তাঁর বাসা কদমতলীর দোলাইরপাড় ডিপ্টির গলিতে। শুক্রবার বেলা দেড়টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর প্রতিবেশী কয়েক যুবক। তিনি সিটি করপোরেশনের অস্থায়ী কর্মী হিসেবে বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহের কাজ করেন। রাতে এলাকাতেই একটি কনসার্ট থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তখন পাশের এলাকার জুবায়ের নামে এক যুবকসহ দুজন তাঁকে ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। পরে আহত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে তাঁকে চিকিৎসা করান পরিচিতরা। সেখান থেকে রাতেই তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে আজ দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তাঁর পেটে ও বুকে ছুরিকাঘাত রয়েছে।
আহত স্বপনের বাবা মো. রাশেদুল ইসলাম জানান, তাঁদের বাসা খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায়। অটোরিকশা চালান স্বপন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি বাসা থেকে অটো নিয়ে বের হন। এরপর ভোর ৪টার দিকে ফোনের মাধ্যমে তিনি খবর পান মালিবাগ হোসেফ টাওয়ারের সামনে ছিনতাইকারীরা তাঁর ছেলেকে ছুরিকাঘাত করে তারঁ অটো ছিনিয়ে নিয়ে গেছে। পরে তিনি ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করান। তাঁর মাথায় ও থুতনিতে ছুরিকাঘাত রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘সাগর ও স্বপনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর জুবায়েরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পৃথক ঘটনায় তিনটি থানার পুলিশকে জানানো হয়েছে।’
রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন রাজধানীর নারিন্দার বাসিন্দা জুবায়ের (১৬), কদমতলীর সাগর (২৪) ও মালিবাগের স্বপন (১৯)।
আজ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোররাত ৪টার মধ্যে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত সাগর ও স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জুবায়েরের গ্যারেজ মালিক মো. আফজাল জানান, জুবায়ের ব্যাটারিচালিত অটোরিকশাচালক। সে মান্ডা এলাকায় থাকে। রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থেকে দুজন যাত্রী নারিন্দায় যাওয়ার কথা বলে তার রিকশায় ওঠে। রিকশাটি নারিন্দায় পৌঁছালে তার কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা জুবায়েরের বুকে ও হাতে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৫০০-৬০০ টাকা ছিনিয়ে নেয়। তবে তার রিকশাটি নিতে পারেনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তার বুকে ছুরিকাঘাত রয়েছে।
ছুরিকাঘাতের শিকার সাগর জানান, তাঁর বাসা কদমতলীর দোলাইরপাড় ডিপ্টির গলিতে। শুক্রবার বেলা দেড়টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর প্রতিবেশী কয়েক যুবক। তিনি সিটি করপোরেশনের অস্থায়ী কর্মী হিসেবে বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহের কাজ করেন। রাতে এলাকাতেই একটি কনসার্ট থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তখন পাশের এলাকার জুবায়ের নামে এক যুবকসহ দুজন তাঁকে ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। পরে আহত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে তাঁকে চিকিৎসা করান পরিচিতরা। সেখান থেকে রাতেই তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে আজ দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তাঁর পেটে ও বুকে ছুরিকাঘাত রয়েছে।
আহত স্বপনের বাবা মো. রাশেদুল ইসলাম জানান, তাঁদের বাসা খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায়। অটোরিকশা চালান স্বপন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি বাসা থেকে অটো নিয়ে বের হন। এরপর ভোর ৪টার দিকে ফোনের মাধ্যমে তিনি খবর পান মালিবাগ হোসেফ টাওয়ারের সামনে ছিনতাইকারীরা তাঁর ছেলেকে ছুরিকাঘাত করে তারঁ অটো ছিনিয়ে নিয়ে গেছে। পরে তিনি ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করান। তাঁর মাথায় ও থুতনিতে ছুরিকাঘাত রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘সাগর ও স্বপনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর জুবায়েরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পৃথক ঘটনায় তিনটি থানার পুলিশকে জানানো হয়েছে।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেছেন, ‘আমরা কোনো পুলিশ কর্তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইনি, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও না। আমরা দাঁড়িয়েছি আমাদের সহকর্মীর প্রতি একজন পুলিশ কর্মকর্তার হুমকির প্রতিবাদে। অবিলম্বে পুলিশ কমিশনারের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ৪৮ ঘণ্টার মধ্যে
৩ মিনিট আগেচট্টগ্রাম মহানগর আদালতে সেবাপ্রার্থীর কাছ থেকে পুলিশের এক সাধারণ নিবন্ধন কর্মকর্তার (জিআরও) প্রকাশ্যে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন আদালতে নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. শাহীন ভূঁইয়া।
১২ মিনিট আগেমৃত্যুর আগে ওই কিশোরের বাবা সেখানে ছুটে গেলে তাঁকেও মারধর করা হয়। এমনকি মাহিন মৃত্যুর আগে পানি পান করতে চাইলেও তাকে তা দিতে বাধা দেওয়া হয়। আজ শুক্রবার ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সাকর আলী তালুকদার বাড়ির চেইঙ্গার ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।
১৬ মিনিট আগেতিনি অভিযোগ করেন, সরকার আন্দোলন দমন ও ক্ষমতায় টিকে থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে অঙ্গহানির শিকার করেছে। ভবিষ্যতে যাতে কেউ বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে না পারে, সে জন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এ বাহিনীকে জনবান্ধব
২৬ মিনিট আগে