Ajker Patrika

বাংলামোটরে দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৫
বাংলামোটরে দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর বাংলামোটরের আর কে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন মামুন খান (৩২), মানিক ফকির (২০) ও তাফসির মিয়া (২৬)। 

আজ শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন এ তথ্য জানান। 

আইউব জানান, দগ্ধ মামুনের শরীরের ৩৪ শতাংশ, তাফসিরের ৭ শতাংশ ও মানিকের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রাবেয়া এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস অফিসার আবু সাঈদ জানান, তাঁরা আর কে ভবনের সাততলায় রাবেয়া এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে কাজ করেন। ঘটনার সময় তাঁরা তিনজন কাজ করছিলেন। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে তাঁর ধারণা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত