কেন্দ্রীয় কারাগারের দুই আসামির ঢামেকে মৃত্যু
ঢাকা মেডিকেলে কর্মরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, তাঁরা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা সকালে সাবিদকে ও দুপুরে সবুজকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।