Ajker Patrika

রাজধানীতে ঢাবির সাবেক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার অভিযোগ

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে ঢাবির সাবেক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার অভিযোগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী মারা গেছেন। তাঁর নাম ঋতু কর্মকার (২৬)। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। 

এর আগে গতকাল শুক্রবার সকালে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নিহত ঋতুর বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানি বাজার গ্রামে। লালবাগ রসুলবাগের একটি মেসে থাকতেন তিনি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল সকালে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ঢামেক হাসপাতালে ঋতুর সহপাঠী সেলিম রেজা জানান, ঢাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করেন ঋতু। লালবাগ আজিমপুর এলাকার একটি মেসে থাকতেন তিনি। গতকাল সকালে ঋতু ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের আবাসিক হলে তাঁর এক বান্ধবীর কাছে যান। তবে সেই বান্ধবী তখন হলে ছিলেন না। তখন ঋতুকে অসুস্থ অবস্থায় দেখতে পান হলের অন্য শিক্ষার্থীরা। ঋতুর কাছ থেকে তাঁরা জানতে পারেন, তিনি আজিমপুরের মেসে বিষপান করেছেন। পরে ঋতুকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান ওই হলের শিক্ষার্থীরা। সেখানে তাঁর স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৩টার দিকে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। 

খবর পেয়ে গ্রামের বাড়ি রাজশাহী থেকে ঋতুর মা, ভাই ও মামাসহ স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে তাঁর মামা উৎপল কর্মকার জানান, ঋতুর বাবার নাম নিপেন কর্মকার। দুই ভাই-বোনের মধ্যে ঋতু ছিলেন বড়। মাস্টার্স শেষ হলেও এখনো কোনো চাকরিতে যোগ দেননি। ঋতুর আরেক মামা আমেরিকা থাকেন। ঋতু আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে কি কারণে তিনি বিষপান করেছেন সে বিষয়ে কিছুই জানা নেই তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত