ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী মারা গেছেন। তাঁর নাম ঋতু কর্মকার (২৬)। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শুক্রবার সকালে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নিহত ঋতুর বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানি বাজার গ্রামে। লালবাগ রসুলবাগের একটি মেসে থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল সকালে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতালে ঋতুর সহপাঠী সেলিম রেজা জানান, ঢাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করেন ঋতু। লালবাগ আজিমপুর এলাকার একটি মেসে থাকতেন তিনি। গতকাল সকালে ঋতু ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের আবাসিক হলে তাঁর এক বান্ধবীর কাছে যান। তবে সেই বান্ধবী তখন হলে ছিলেন না। তখন ঋতুকে অসুস্থ অবস্থায় দেখতে পান হলের অন্য শিক্ষার্থীরা। ঋতুর কাছ থেকে তাঁরা জানতে পারেন, তিনি আজিমপুরের মেসে বিষপান করেছেন। পরে ঋতুকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান ওই হলের শিক্ষার্থীরা। সেখানে তাঁর স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৩টার দিকে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
খবর পেয়ে গ্রামের বাড়ি রাজশাহী থেকে ঋতুর মা, ভাই ও মামাসহ স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে তাঁর মামা উৎপল কর্মকার জানান, ঋতুর বাবার নাম নিপেন কর্মকার। দুই ভাই-বোনের মধ্যে ঋতু ছিলেন বড়। মাস্টার্স শেষ হলেও এখনো কোনো চাকরিতে যোগ দেননি। ঋতুর আরেক মামা আমেরিকা থাকেন। ঋতু আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে কি কারণে তিনি বিষপান করেছেন সে বিষয়ে কিছুই জানা নেই তাঁদের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী মারা গেছেন। তাঁর নাম ঋতু কর্মকার (২৬)। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শুক্রবার সকালে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নিহত ঋতুর বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানি বাজার গ্রামে। লালবাগ রসুলবাগের একটি মেসে থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল সকালে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতালে ঋতুর সহপাঠী সেলিম রেজা জানান, ঢাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করেন ঋতু। লালবাগ আজিমপুর এলাকার একটি মেসে থাকতেন তিনি। গতকাল সকালে ঋতু ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের আবাসিক হলে তাঁর এক বান্ধবীর কাছে যান। তবে সেই বান্ধবী তখন হলে ছিলেন না। তখন ঋতুকে অসুস্থ অবস্থায় দেখতে পান হলের অন্য শিক্ষার্থীরা। ঋতুর কাছ থেকে তাঁরা জানতে পারেন, তিনি আজিমপুরের মেসে বিষপান করেছেন। পরে ঋতুকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান ওই হলের শিক্ষার্থীরা। সেখানে তাঁর স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৩টার দিকে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
খবর পেয়ে গ্রামের বাড়ি রাজশাহী থেকে ঋতুর মা, ভাই ও মামাসহ স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে তাঁর মামা উৎপল কর্মকার জানান, ঋতুর বাবার নাম নিপেন কর্মকার। দুই ভাই-বোনের মধ্যে ঋতু ছিলেন বড়। মাস্টার্স শেষ হলেও এখনো কোনো চাকরিতে যোগ দেননি। ঋতুর আরেক মামা আমেরিকা থাকেন। ঋতু আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে কি কারণে তিনি বিষপান করেছেন সে বিষয়ে কিছুই জানা নেই তাঁদের।
আজ ২০ আগস্ট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪ তম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
২৮ মিনিট আগেএক সময়ে পথে পথে ছুটে চলা ‘লেইস ফিতা ফেরিওয়ালারা’ আজ হারিয়ে যেতে বসেছে। শহর ও গ্রামের রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে নারীদের শখের সাজসজ্জার জিনিস বিক্রি করতে এখন আর দেখা যায় না। আধুনিকতার ছোঁয়ায় আজ তা বিলুপ্তির পথে।
৩৯ মিনিট আগেচাঁদপুর শহরের একমাত্র বাইপাস সড়ক হচ্ছে ‘চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক’। শহরের যানজট নিরসনে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ব্যবহার হলেও দীর্ঘ দিন সংস্কার না করায় এখন মরণ ফাঁদে ফরিণত হয়েছে। সড়কজুড়ে গর্ত সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগেরংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের (৭) মরদেহ। আজ বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে।
২ ঘণ্টা আগে