Ajker Patrika

অর্থ আত্মসাতের মামলায় ঢামেকের সাবেক রেকর্ড কিপারের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থ আত্মসাতের মামলায় ঢামেকের সাবেক রেকর্ড কিপারের ১০ বছরের কারাদণ্ড

অর্থ আত্মসাতের মামলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সাবেক রেকর্ড কিপার ও টিকিট কাউন্টারের ইনচার্জ আজিজুল হক ভূঁইয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বুধবার থাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় দেন। 

কারাদণ্ডের পাশাপাশি আজিজুল হক ভূঁইয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। 

এছাড়া অবৈধ উপায়ে আত্মসাৎকৃত অর্থের সমপরিমাণ অর্থাৎ ৩০ লাখ ৫০ হাজার ৬০১ টাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আজিজুল হক পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল হক ভূঁইয়া কিশোরগঞ্জের কটিয়াদী থানার বালিরারপাড় গ্রামের পারসু ভূঁইয়ার ছেলে। 

৩০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৪ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুদকের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর কমিশনের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম চার্জশিট জমা দেন। ২০২১ সালের ৮ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ১৮ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৭ জন আদালতে সাক্ষ্য দেন। 

চার্জশিটে বলা হয়, আজিজুল ২০০৯ থেকে ২০১৩ সালের ২২ জানুয়ারি পর্যন্ত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকার সময় টিকিট বিক্রির ১৫ লাখ ৫৯ হাজার ৬৫৫ টাকা এবং রোগী ভর্তির ১৪ লাখ ৯০ হাজার ৯৬৪ টাকা আত্মসাৎ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত