ডিম-মুরগির বাজার: দামের খেলায় বড় দশ
টাঙ্গাইল জেলার ঘাটাইলের আরিফুল ইসলামের খামারে ১৫ হাজার লেয়ার মুরগি থাকত। ২০ বছর পর নেমেছে ২ হাজারে। আরিফুল বলেন, উৎপাদন খরচ বাড়ায় লোকসান হচ্ছে। এই চালান শেষ হলে আর তুলবেন কি না, সে বিষয়ে তিনি সন্দিহান। আরিফুলের মতোই অবস্থা দেশের প্রায় ৮৫ হাজার খামারির। একদিকে মুরগির খাবারের দাম চড়া, অপরদিকে ডিম-মুরগ