Ajker Patrika

ডিমকে পেছনে ফেলে ইনস্টাগ্রামে মেসির রেকর্ড

ডিমকে পেছনে ফেলে ইনস্টাগ্রামে মেসির রেকর্ড

২৪ ঘণ্টা পার হতেই ইনস্টাগ্রামে রেকর্ড গড়ল লিওনেল মেসির হাতে ‘সোনার ট্রফি’র ছবি। বিশ্বকাপ জেতার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ট্রফি জয়ের একটি ছবি পোস্ট করেন আর্জেন্টিনা অধিনায়ক। যে ছবিতে এ পর্যন্ত লাইক পড়েছে ৬ কোটি ২১ লাখের বেশি। ইনস্টাগ্রামের ইতিহাসে এর চেয়ে বেশি লাইক আর কোনো পোস্টে পড়েনি।

যুক্তরাষ্ট্রের মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনারকে হারিয়ে ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে বিশ্ব রেকর্ড গড়েছিল একটি ‘ডিম’। ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ নামের একটি পেজে পোস্ট দেওয়া ওই ছবিতে লাইক পড়েছে ৫ কোটি ৬৮ লাখ। যা দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামের সর্বাধিক লাইকপ্রাপ্ত ছবি ছিল। দুই পায়ে অসংখ্য রেকর্ড গড়া মেসি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এবার ছবি শেয়ার করেও রেকর্ড ভাঙা-গড়ার প্রতিযোগিতায় নেমেছেন! ইনস্টাগ্রামে মেসি সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট এখন বিশ্বকাপজয়ী মেসির।

বিশ্বকাপ জয়ের পর ইনস্টাগ্রামে বিশ্বকাপের ট্রফি হাতে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন! আমি এটা অনেকবার স্বপ্ন দেখেছি। আমি এটা এখনো বিশ্বাস করতে পারছি না…। যারা আমাকে সমর্থন করেছেন এবং যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’ 

মেসিকে শীর্ষে তোলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকেরা লাইক আহ্বানে নেমেছেন। যেভাবে লাইক বাড়ছে, কোথায় গিয়ে এ সংখ্যা থামে, তা–ই দেখার অপেক্ষা। ডিমের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন সমর্থকেরা। 

ডিমের এই ছবির লাইক পেছনে ফেলেছে মেসির পোস্ট। ডিমের ছবি থেকে মেসি সমর্থকেরা লাইক সরিয়ে নিচ্ছেন। তবে মেসির সঙ্গে আবারও আলোচনায় আসা ডিমের ছবিরও লাইকও বাড়ছে। এ ক্ষেত্রে সমর্থকেরা দাবি করছেন, মেসিকে যারা পছন্দ করেন না তারাই ডিমের লাইকের সংখ্যা বাড়ানোর জন্য মাঠে নেমেছেন। 

উল্লেখ্য, ডিমের ছবিটি ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে আপলোড দেওয়া হয়। তখন ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আসুন আমরা একসঙ্গে একটি বিশ্ব রেকর্ড গড়ি, ইনস্টাগ্রামে সর্বাধিক লাইক করা একটি পোস্ট তৈরি করি।’ এরপরই ছবিটিই কাইলি জেনারের ১৮ মিলিয়ন লাইকের ইনস্টাগ্রাম পোস্টকে হারিয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত