ভাঙা ঢাকায় রাতের বেলা দিনের নিয়ম
ঘর যদি দক্ষিণ দুয়ারি হয় তাহলে দিনের বেলা সূর্যের আলো পাবেন। উত্তর দুয়ারি ভুগবে আলোকস্বল্পতায়। ঢাকার এক উড়ালসড়কের ভাগ্যেও যেন তেমন পরিহাস। তবে তার ক্ষেত্রে দিনে নয়, রাতে ঘটছে এমনটা। দক্ষিণ অংশে রাতে চকচকে আলো, উত্তরের অংশ তখন ডুবে থাকে প্রায় অন্ধকারে।