নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকাকে পথচারী বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার রাজধানীর আগা সাদেক সড়ক ও আবুল হাসনাত সড়কে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘রাজধানীতে কোনো সড়কের ওপর ভবনের র্যাম্প, সিঁড়ি পাওয়া গেলে আমরা সেগুলো অপসারণ করি। আমরা চাই, মানুষ ঢাকা শহরে স্বাচ্ছন্দ্যে হেঁটে চলবে। যেখানেই ২০ ফুটের ঊর্ধ্বে প্রশস্ত সড়কে পাব সেখানেই ২০ ফুট যাতায়াতের জন্য রেখে বাকিটা আমরা হাঁটার পথ করার নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, ঢাকা শহরের ৪০ ভাগ মানুষ হেঁটে পথ চলে। সুতরাং, তাঁরা যেন স্বাচ্ছন্দ্যে পথ চলে পথচারীবান্ধব একটি শহর পেতে পারি, সে লক্ষ্যেই আমরা কার্যক্রম হাতে নিয়েছি।’
জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ফলে এ বছর ঢাকাবাসী গত বছরের চেয়ে বেশি সুফল পাবে মন্তব্য করে মেয়র বলেন, ‘গত বছরই আমরা জলাবদ্ধতা সৃষ্টি হয় এ রকম শতাধিক জায়গা চিহ্নিত করেছি। সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এই কাজ সম্পন্ন হলে ঢাকাবাসী সুফল পাবে।’
নর্দমা ও খালে সোকওয়েল ও সেপটিক ট্যাংক সংযোগ বজায় রেখে খাল দূষণমুক্ত রাখা সম্ভব কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এক বছর আগেই আমরা বলেছি নতুন ভবন ও স্থাপনা নির্মাণ করতে হলে সেখানে যত মানুষ বাস করবে সেই হিসেবটা করে তাঁদের নির্দিষ্ট সেপটিক ট্যাংক এবং সোকওয়েল থাকতে হবে। নতুন করে যেসব আবাসান হবে, সেখানে অবশ্যই অবশ্যই সেপটিক ট্যাংক, সোকওয়েল থাকতে হবে এবং পুরোনো যে ভবনগুলো আছে সেগুলোতেও পর্যায়ক্রমে তা যুক্ত করতে হবে। এর ফলে খালের দূষণ কমে আসবে।’
এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকাকে পথচারী বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার রাজধানীর আগা সাদেক সড়ক ও আবুল হাসনাত সড়কে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘রাজধানীতে কোনো সড়কের ওপর ভবনের র্যাম্প, সিঁড়ি পাওয়া গেলে আমরা সেগুলো অপসারণ করি। আমরা চাই, মানুষ ঢাকা শহরে স্বাচ্ছন্দ্যে হেঁটে চলবে। যেখানেই ২০ ফুটের ঊর্ধ্বে প্রশস্ত সড়কে পাব সেখানেই ২০ ফুট যাতায়াতের জন্য রেখে বাকিটা আমরা হাঁটার পথ করার নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, ঢাকা শহরের ৪০ ভাগ মানুষ হেঁটে পথ চলে। সুতরাং, তাঁরা যেন স্বাচ্ছন্দ্যে পথ চলে পথচারীবান্ধব একটি শহর পেতে পারি, সে লক্ষ্যেই আমরা কার্যক্রম হাতে নিয়েছি।’
জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ফলে এ বছর ঢাকাবাসী গত বছরের চেয়ে বেশি সুফল পাবে মন্তব্য করে মেয়র বলেন, ‘গত বছরই আমরা জলাবদ্ধতা সৃষ্টি হয় এ রকম শতাধিক জায়গা চিহ্নিত করেছি। সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এই কাজ সম্পন্ন হলে ঢাকাবাসী সুফল পাবে।’
নর্দমা ও খালে সোকওয়েল ও সেপটিক ট্যাংক সংযোগ বজায় রেখে খাল দূষণমুক্ত রাখা সম্ভব কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এক বছর আগেই আমরা বলেছি নতুন ভবন ও স্থাপনা নির্মাণ করতে হলে সেখানে যত মানুষ বাস করবে সেই হিসেবটা করে তাঁদের নির্দিষ্ট সেপটিক ট্যাংক এবং সোকওয়েল থাকতে হবে। নতুন করে যেসব আবাসান হবে, সেখানে অবশ্যই অবশ্যই সেপটিক ট্যাংক, সোকওয়েল থাকতে হবে এবং পুরোনো যে ভবনগুলো আছে সেগুলোতেও পর্যায়ক্রমে তা যুক্ত করতে হবে। এর ফলে খালের দূষণ কমে আসবে।’
এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে