Ajker Patrika

পরিকল্পিত নগরী গড়তে বাধা পিপিপি: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৭: ৪৪
পরিকল্পিত নগরী গড়তে বাধা পিপিপি: মেয়র তাপস

পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) প্রকল্পসহ বিভিন্ন সংস্থার প্রকল্পনির্ভর কার্যক্রম পরিকল্পিত নগরী গড়ে তোলায় বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার রাজধানীর গুদারাঘাট ত্রিমোহিনী ব্রিজ সংলগ্ন জিরানী খালের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মেয়র তাপস বলেন, আমরা ঢাকা শহরটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার চেষ্টা করছি, পরিকল্পিত রূপ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু অযাচিতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন সংস্থা এখনো আগ্রাসন করে যাচ্ছে। বিআইডব্লিউটিএ বলেন কিংবা পিপিপি প্রকল্পের নামে ঢাকা শহরে বিভিন্ন সংস্থা প্রকল্পনির্ভর কাজ করে আমাদের এই কাজে বাধা সৃষ্টি করছে।

গত বছর ঢাকাবাসী খাল হতে বর্জ্য ও পলি অপসারণ কার্যক্রমের সুফল পেয়েছে উল্লেখ করে মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে গত বছর থেকে আমরা খালগুলো হতে বর্জ্য ও পলি অপসারণ করছি। ঢাকাবাসি এ কার্যক্রমের সুফল পাচ্ছে। তিনি বলেন, গত বছর যেসব জায়গায় জলাবদ্ধতা হয়েছে সেগুলো চিহ্নিত করে অবকাঠামো উন্নয়নে কার্যক্রম চলমান রয়েছে। তবে খাল নিয়ে আমরা যে প্রকল্পটা নিয়েছিলাম, সেটা এখনো আলোর মুখ দেখেনি। এটা আবারও মন্ত্রণালয়ে পাঠানোর জন্য আমরা কাজ করছি।
 
দখলমুক্ত করা খাল আবারও দখল হচ্ছে দাবি করে মেয়র বলেন, এই খাল (জিরানী) আমরা দখলমুক্ত করেছি। দেখলাম আবারও কয়েকটা সেতু করা হয়েছে, দেয়াল করা হয়েছে। খালের জমির ওপরে এগুলো করা হয়েছে। পানির ওপরেই আবার দোকান করা হয়েছে। এগুলো আমরা আবারও অপসারণ করব।

এর আগে মেয়র তাপস পোস্তগোলা এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন, পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম, বাসাবো বালুরমাঠ পুকুরে হাঁস অবমুক্ত করেন।
 
পরে তিনি ধানমন্ডি হাইস্কুল মাঠে ধানমন্ডি প্রগতি সংঘর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত