Ajker Patrika

খাল ও বুড়িগঙ্গাকে সম্পৃক্ত করে হবে ডিএসসিসির আধুনিকায়ন: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খাল ও বুড়িগঙ্গাকে সম্পৃক্ত করে হবে ডিএসসিসির আধুনিকায়ন: মেয়র তাপস

রাজধানীর খাল ও বুড়িগঙ্গা নদীকে সম্পৃক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকাকে আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নুর তাপস। তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ পরিকল্পনা চূড়ান্ত হলে এর ওপর ভিত্তি করে আগামীর বাসযোগ্য ঢাকা গড়ে উঠবে। বুড়িগঙ্গার আদি চ্যানেলের আধুনিকায়ন, খাল, নর্দমা ও জলাশয়গুলোর পরিবেশবান্ধব ব্যবহারে ঢাকা অধিকতর বাসযোগ্য হয়ে উঠবে।

আজ বুধবার বিকেলে মেয়র দপ্তরে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় মেয়র তাপস এ পরিকল্পনার কথা জানান। এ সময় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল ও সাধারণ সম্পাদক সোহেল মামুনসহ সংগঠনটির নির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রায় দুই বছরে সংস্থাটির অভ্যন্তরীণ সংস্কার, নীতি-প্রণয়ন, টেকসই পরিকল্পনা প্রণয়নের কাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সামনে বেশ কিছু দৃশ্যমান কাজ নগরবাসী দেখবেন।

ডিএসসিসিকে দুর্নীতিমুক্ত, এর রাজস্ব আয় বৃদ্ধি, খাল উদ্ধার, নগর পরিবহনে শৃঙ্খলা ফেরানো, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নসহ চ্যালেঞ্জিং কিছু কাজ করা হয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, এখন চলছে টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী গড়ার নিরলস প্রচেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত