Ajker Patrika

সনদ দেওয়ার ক্ষমতা চান সংরক্ষিত আসনের কাউন্সিলরেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সনদ দেওয়ার ক্ষমতা চান সংরক্ষিত আসনের কাউন্সিলরেরা

মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদানের ক্ষমতা না থাকার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সংরক্ষিত আসনের কাউন্সিলরেরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া সাম্প্রতিক এক আদেশের বিপরীতে আজ মঙ্গলবার এ রিট করা হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা আলম, সাহেদা বেগম ও নাসরিন রশিদ পুতুলের পক্ষে মঙ্গলবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট করেন। আবেদনে আইন সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিবকে বিবাদী করা হয়। 

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবের জারি করা এক আদেশে বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র দেওয়ার দায়িত্ব বিধি অনুসারে সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলরদের ওপর অর্পিত। এ জাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কউন্সিলরদের দেওয়ার আইনগত সুযোগ নেই। 

এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার। কিন্তু সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সনদ প্রদান না করতে আদেশ জারি করেছে সিটি করপোরেশন। তাই কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা বিধিমালা-২০১২–এর ৩ (৩) অনুসারে সিটি করপোরেশনের দাপ্তরিক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। বিধিমালার ৩ (৩) এবং সিটি করপোরেশনের আদেশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জনতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে আবেদনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত