ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ঈদ বাজার
ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ঈদবাজার। তীব্র গরম উপেক্ষা করে বিপণিবিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। শহরের টাউন প্লাজা, হাওলাদার সুপার মার্কেট, মৌচাক সুপার মার্কেট, মাসুদ হাইট, রিচম্যান, দরজি বাড়ি, নিউ বিগ বাজারসহ বিপণিবিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা।