Ajker Patrika

জমি দখলের চেষ্টা ও গুজব ছড়ানোর প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৫: ৫৮
জমি দখলের চেষ্টা ও গুজব ছড়ানোর প্রতিবাদ

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জমি দখলের চেষ্টা ও গুজব ছড়ানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাঁওতাল-ওঁরাও সম্প্রদায়ের মানুষ।

গতকাল শনিবার জেলা শহরের সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাঁওতাল-ওঁরাও সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন। এটি শহর ঘুরে চৌরাস্তা মোড়ে এসে মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য দেন আদিবাসী পরিষদের নেতা জ্যাকোব খালকো, সুভাষ কুজুর, নয়মী টপ্য, জেসপিনা এক্কা, ঢেনা মুরমু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ‘ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. বাবুল ও তাঁর মদদপুষ্ট বাহিনী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জমি দখল করতে ব্যর্থ হয়ে মসজিদে মুসলিমদের ওপর হামলা হয়েছে এমন মিথ্যা গুজব ছড়ায়। এ ঘটনায় সমবায় হিমাগারে স্থাপিত মসজিদে আসা নামাজিদের দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিরুদ্ধে খেপিয়ে তোলেন এবং আদিবাসীদের বাড়িঘরে হামলার চেষ্টা করেন।’

কর্মসূচি শেষে মিছিলে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।

ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার সদর থানায় জমি দখলের চেষ্টা ও গুজব ছড়ানোর অভিযোগ দেওয়া হয় ক্ষুদ্র গোষ্ঠীর পক্ষ থেকে। ওই দিন রাতেই সাবেক কাউন্সিলর মো. বাবুলকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত