একাত্তরের গণহত্যায় পাকিস্তানকে অপরাধ স্বীকার করতে বললেন বাংলাদেশি দর্শক
একাত্তরের গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব মানবতার ইতিহাসেও কলো অধ্যায় হয়ে আছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর যে পরিকল্পিত গণহত্যা চালিয়েছে, সেটি ইতিহাসে বিরল। ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লক্ষাধিক নারীর সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে জাতি।