আর পড়বে না তাঁর পায়ের চিহ্ন...
কান্না বড় সংক্রামক। একজনের কান্না আরেকজনকে ছুঁয়ে যাবে—এর চেয়ে আবেগের ভালো বহিঃপ্রকাশ আর কি হতে পারে? রজার ফেদেরার কাঁদছেন, সেই কান্না স্পর্শ করে যাচ্ছে তাঁরই পাশে বসা আরেক টেনিস মহাতারকা রাফায়েল নাদালকে। পাশাপাশি বসা দুই কিংবদন্তির ভেজা চোখ শুধু টেনিসেই সীমাবদ্ধ থাকেনি, সেটা ছুঁয়ে গেছে পুরো বিশ্ব ক্