কদিন আগে একতরফাভাবে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। গতকাল মার্গারেট কোর্ট এরিনায় অ্যান্ডি মারেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে থানাসি কোকিনাকিসকে অবিশ্বাস্যভাবে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন মারে।
মার্গারেট কোর্ট এরিনায় গতকাল শুরু থেকেই জমে ওঠে মারে ও কোকিনাকিসের লড়াই। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান মারে। এরপর দ্বিতীয় সেট ড্র হয় ৬-৬ গেমে। টাইব্রেকারে হেরে যান ব্রিটিশ টেনিস তারকা। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন মারে। তৃতীয় সেটে কোকিনাকিসকে টাইব্রেকারে হারিয়ে দেন মারে। এরপর চতুর্থ ও পঞ্চম সেটে ৬-৩ ও ৭-৫ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ব্রিটিশ তারকা। আগামীকাল মার্গারেট কোর্ট এরিনায় তৃতীয় রাউন্ডের ম্যাচে মারের প্রতিপক্ষ স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।
মারে-কোকিনাকিসের ম্যাচ চলে প্রায় ছয় ঘণ্টা। ম্যাচ শেষে মারে বলেছেন, ‘উত্থান-পতন, হতাশা, উত্তেজনা সবই ছিল। জিততে পেরে খুব ভালো লাগছে। তবে আমি এখন ঘুমাতে চাই।’ এখন পর্যন্ত তিনবার গ্র্যান্ড স্লাম জিতেছেন মারে। ২০১৩ ও ২০১৬—এই দুবার উইম্বলডন ও ২০১২তে জেতেন ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন পাঁচবার খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি।
কদিন আগে একতরফাভাবে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। গতকাল মার্গারেট কোর্ট এরিনায় অ্যান্ডি মারেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে থানাসি কোকিনাকিসকে অবিশ্বাস্যভাবে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন মারে।
মার্গারেট কোর্ট এরিনায় গতকাল শুরু থেকেই জমে ওঠে মারে ও কোকিনাকিসের লড়াই। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান মারে। এরপর দ্বিতীয় সেট ড্র হয় ৬-৬ গেমে। টাইব্রেকারে হেরে যান ব্রিটিশ টেনিস তারকা। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন মারে। তৃতীয় সেটে কোকিনাকিসকে টাইব্রেকারে হারিয়ে দেন মারে। এরপর চতুর্থ ও পঞ্চম সেটে ৬-৩ ও ৭-৫ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ব্রিটিশ তারকা। আগামীকাল মার্গারেট কোর্ট এরিনায় তৃতীয় রাউন্ডের ম্যাচে মারের প্রতিপক্ষ স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।
মারে-কোকিনাকিসের ম্যাচ চলে প্রায় ছয় ঘণ্টা। ম্যাচ শেষে মারে বলেছেন, ‘উত্থান-পতন, হতাশা, উত্তেজনা সবই ছিল। জিততে পেরে খুব ভালো লাগছে। তবে আমি এখন ঘুমাতে চাই।’ এখন পর্যন্ত তিনবার গ্র্যান্ড স্লাম জিতেছেন মারে। ২০১৩ ও ২০১৬—এই দুবার উইম্বলডন ও ২০১২তে জেতেন ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন পাঁচবার খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি।
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
৭ মিনিট আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
১ ঘণ্টা আগেআন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
২ ঘণ্টা আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২ ঘণ্টা আগে