কদিন আগে একতরফাভাবে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। গতকাল মার্গারেট কোর্ট এরিনায় অ্যান্ডি মারেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে থানাসি কোকিনাকিসকে অবিশ্বাস্যভাবে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন মারে।
মার্গারেট কোর্ট এরিনায় গতকাল শুরু থেকেই জমে ওঠে মারে ও কোকিনাকিসের লড়াই। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান মারে। এরপর দ্বিতীয় সেট ড্র হয় ৬-৬ গেমে। টাইব্রেকারে হেরে যান ব্রিটিশ টেনিস তারকা। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন মারে। তৃতীয় সেটে কোকিনাকিসকে টাইব্রেকারে হারিয়ে দেন মারে। এরপর চতুর্থ ও পঞ্চম সেটে ৬-৩ ও ৭-৫ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ব্রিটিশ তারকা। আগামীকাল মার্গারেট কোর্ট এরিনায় তৃতীয় রাউন্ডের ম্যাচে মারের প্রতিপক্ষ স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।
মারে-কোকিনাকিসের ম্যাচ চলে প্রায় ছয় ঘণ্টা। ম্যাচ শেষে মারে বলেছেন, ‘উত্থান-পতন, হতাশা, উত্তেজনা সবই ছিল। জিততে পেরে খুব ভালো লাগছে। তবে আমি এখন ঘুমাতে চাই।’ এখন পর্যন্ত তিনবার গ্র্যান্ড স্লাম জিতেছেন মারে। ২০১৩ ও ২০১৬—এই দুবার উইম্বলডন ও ২০১২তে জেতেন ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন পাঁচবার খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি।
কদিন আগে একতরফাভাবে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। গতকাল মার্গারেট কোর্ট এরিনায় অ্যান্ডি মারেরও ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে থানাসি কোকিনাকিসকে অবিশ্বাস্যভাবে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন মারে।
মার্গারেট কোর্ট এরিনায় গতকাল শুরু থেকেই জমে ওঠে মারে ও কোকিনাকিসের লড়াই। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান মারে। এরপর দ্বিতীয় সেট ড্র হয় ৬-৬ গেমে। টাইব্রেকারে হেরে যান ব্রিটিশ টেনিস তারকা। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন মারে। তৃতীয় সেটে কোকিনাকিসকে টাইব্রেকারে হারিয়ে দেন মারে। এরপর চতুর্থ ও পঞ্চম সেটে ৬-৩ ও ৭-৫ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ব্রিটিশ তারকা। আগামীকাল মার্গারেট কোর্ট এরিনায় তৃতীয় রাউন্ডের ম্যাচে মারের প্রতিপক্ষ স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত।
মারে-কোকিনাকিসের ম্যাচ চলে প্রায় ছয় ঘণ্টা। ম্যাচ শেষে মারে বলেছেন, ‘উত্থান-পতন, হতাশা, উত্তেজনা সবই ছিল। জিততে পেরে খুব ভালো লাগছে। তবে আমি এখন ঘুমাতে চাই।’ এখন পর্যন্ত তিনবার গ্র্যান্ড স্লাম জিতেছেন মারে। ২০১৩ ও ২০১৬—এই দুবার উইম্বলডন ও ২০১২তে জেতেন ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন পাঁচবার খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি।
গৌতম গম্ভীর গত বছরের জুলাইয়ে ভারতের প্রধান কোচ হওয়ার পর থেকে একের পর এক সাফল্য পাচ্ছে দল। এ বছর চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু মাঠের পারফরম্যান্সে ভারত লাগাতার সাফল্য পেলেও গম্ভীরের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি।
১১ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সরকার ও প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার ও নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে হেরে যাওয়া এক প্রার্থী বলেছেন, “নির্বাচনে যা ঘটেছে...
১৬ মিনিট আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করা হয়েছিল এশিয়া কাপের সময়ই। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরেই বাংলাদেশ আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু হঠাৎ করেই বদলে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি।
২ ঘণ্টা আগেঅনেক আলোচনা–সমালোচনার পর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহ–সভাপতির পদে বসেছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। প্রথমে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে ২৩ জন পরিচালক পায় বিসিবি (ভোটে এবং বিনা প্রতিদ্বন্দ্বীয়)।
২ ঘণ্টা আগে