জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন রাফায়েল নাদাল। জ্যাক ড্রেপারের বিপক্ষে এক সেট হাতে রেখেই জয় পেয়েছেন নাদাল। তবে স্প্যানিশ এই তারকার জয় পেতে একটু কষ্টই হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এমন খেলা দেখে অবাক হয়েছেন ধারাভাষ্যকারেরাও।
মেলবোর্ন ওপেনের প্রথম দিনেই খেলতে নেমেছিলেন নাদাল। ড্রেপারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন। তবে দ্বিতীয় সেটে দুইবার পয়েন্ট হারান স্প্যানিশ টেনিস তারকা। হতাশায় কপালে হাত দিয়েছেন বাছাইয়ের দুই নম্বর টেনিস তারকা। কিছুটা অসুস্থও বোধ করছিলেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। আর ৬-২ গেমে সেট জিতেছিলেন ড্রেপার। ধারাভাষ্যকার জন ফিটজার্যাল্ড এমন অবস্থা দেখে বলেন, ‘এটা আশ্চর্যের বিষয়। আমি এভাবে রাফাকে কখনো দেখিনি। তার চেহারা দেখেই বোঝা গিয়েছিল সে ধাক্কা খেয়েছে।’
৭-৫ গেমে এগিয়ে থেকে দ্বিতীয় সেটে ৬-২ গেমে হেরে যান নাদাল। প্রথম দুই সেট সমতা হওয়ার পর পরের দুই সেটে জিতে যান স্প্যানিশ টেনিস তারকা। ড্রেপারকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে দেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী তারকা।
ক্যারিয়ারের ২২ গ্র্যান্ডস্লামের মধ্যে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল। সবচেয়ে বেশি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। এছাড়া দুবার জিতেছেন উইম্বলডন এবং চারবার জিতেছেন ইউএস ওপেন। ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন স্প্যানিশ এই টেনিস তারকা।
জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন রাফায়েল নাদাল। জ্যাক ড্রেপারের বিপক্ষে এক সেট হাতে রেখেই জয় পেয়েছেন নাদাল। তবে স্প্যানিশ এই তারকার জয় পেতে একটু কষ্টই হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এমন খেলা দেখে অবাক হয়েছেন ধারাভাষ্যকারেরাও।
মেলবোর্ন ওপেনের প্রথম দিনেই খেলতে নেমেছিলেন নাদাল। ড্রেপারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন। তবে দ্বিতীয় সেটে দুইবার পয়েন্ট হারান স্প্যানিশ টেনিস তারকা। হতাশায় কপালে হাত দিয়েছেন বাছাইয়ের দুই নম্বর টেনিস তারকা। কিছুটা অসুস্থও বোধ করছিলেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। আর ৬-২ গেমে সেট জিতেছিলেন ড্রেপার। ধারাভাষ্যকার জন ফিটজার্যাল্ড এমন অবস্থা দেখে বলেন, ‘এটা আশ্চর্যের বিষয়। আমি এভাবে রাফাকে কখনো দেখিনি। তার চেহারা দেখেই বোঝা গিয়েছিল সে ধাক্কা খেয়েছে।’
৭-৫ গেমে এগিয়ে থেকে দ্বিতীয় সেটে ৬-২ গেমে হেরে যান নাদাল। প্রথম দুই সেট সমতা হওয়ার পর পরের দুই সেটে জিতে যান স্প্যানিশ টেনিস তারকা। ড্রেপারকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে দেন ২২ বারের গ্র্যান্ডস্লামজয়ী তারকা।
ক্যারিয়ারের ২২ গ্র্যান্ডস্লামের মধ্যে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল। সবচেয়ে বেশি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। এছাড়া দুবার জিতেছেন উইম্বলডন এবং চারবার জিতেছেন ইউএস ওপেন। ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন স্প্যানিশ এই টেনিস তারকা।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে