‘ভারত ফাইনালের যোগ্য না, পরাজয়ই তাদের প্রাপ্য’
অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ভারত। দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন ভারতীয় বোলাররা। ভারতীয় বোলাররা যখন উইকেটের জন্য হন্যে হয়ে ছিল টুইটারে শোয়েব আখতার মজা করে লেখেন, ‘ভাইয়েরা, আজ কি একটাও আউট করবা না?’ ইংলিশ ওপেনারদের টলাতে পারেন