Ajker Patrika

পাকিস্তান-ইংল্যান্ডের কাছেই ভারতের বেদনার ‘দুই’ হার

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১২: ৩৭
পাকিস্তান-ইংল্যান্ডের কাছেই ভারতের বেদনার ‘দুই’ হার

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হেরেছিল ভারত। এবারের বিশ্বকাপেই আজ ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারল দলটি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই দুটি ভারতের সবচেয়ে বাজে হার। ভারতকে অপ্রত্যাশিত হার দেখানো দল দুটিই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে। 

টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বাজে হার দুটিই কিনা বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। দুবাইয়ে গত বিশ্বকাপে সুপার টুয়েলভে রোহিত শর্মাদের দেওয়া ১৫২ রানের লক্ষ্য ১৩ বল হাতে রেখে ছুঁয়ে ফেলেন বাবর আজমরা। সেই ম্যাচে মোহাম্মদ রিজওয়ান ৭৯ এবং বাবরের ব্যাট থেকে আসে ৬৮ রান। 

বছর ঘুরতেই আবারও এমন অপ্রত্যাশিত হার দেখল ভারত। পূর্বের চেয়ে এবারের হার যেন আরও বেশি ভয়ংকর। অ্যাডিলেডে ১৬৯ রানের লক্ষ্য দিয়ে ১৬ ওভারেই ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। দুই ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলার যেন বাবর-রিজওয়ানেরই রূপই ধারণ করেছিলেন আজ। ইংল্যান্ডের জয়ে মারকাটারি হেলস ৮৬* এবং বাটলার ৮০* রানের ইনিংস খেলেছেন। 

 ১০ উইকেটে পাকিস্তান-ইংল্যান্ডের আগে কারও বিপক্ষে হারেনি ভারত। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন জয় পাকিস্তানের কাছে স্মরণীয় হয়েই থাকবে। বিশ্বকাপের সেমিফাইনালে ১০ উইকেটের জয় ইংল্যান্ডের জন্যও তাই। দুই দলের স্মরণীয় জয়ই আবার বেদনা বিধুর হয়ে থাকবে ভারতের কাছে। 

 ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসির বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় পাকিস্তান-ইংল্যান্ড আবারও ফাইনাল খেলবে। মেলবোর্নে আগামী রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ এর ট্রফি জয়ের চূড়ান্তে লড়াইয়ে অবতীর্ণ হবে দুই দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত