মেলবোর্নে আগামী রোববার পর্দা নামছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় এবার বিশ্বকাপে বৃষ্টি বেশ ভুগিয়েছে। ফাইনালেও থাকছে বৃষ্টির চোখ রাঙানি। অবশ্য নির্ধারিত দিন খেলা না হলেও রিজার্ভ ডে রেখেছে আইসিসি। এর মধ্যে ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফাইনালে মাঠের আম্পায়ারের ভূমিকায় থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারিও এরাসমাস। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফফানি। আর চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল।
এবারের বিশ্বকাপে আম্পায়ারিং বেশ প্রশ্নবিদ্ধ হয়েছে, যার একটি ৫ বলের ওভার। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে ঘটে ক্রিকেট ইতিহাসের এই বিরল ঘটনা। অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে আফগান পেসার নবীন-উল-হকের ওভারটি ৫ বলে শেষ হয়। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন পাকিস্তানের আলিম দার ও জিম্বাবুয়ের লেংটন রুসেরে। টিভি আম্পায়ার হিসেবে ছিলেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোকস। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। কারও চোখে ধরা পড়েনি বিষয়টি।
আম্পায়ারিং বিতর্ক জমে ওঠে সুপার টুয়েলভে বাংলাদেশ-পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচে। সাকিব আল হাসানের বিপক্ষে এলবিডব্লিউ দেন মাঠের আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোকস। তাৎক্ষণিক রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। রিভিউতে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন টিভি আম্পায়ার রুসেরে। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে, পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানের বলটি সাকিবের ব্যাটে লেগে প্যাড স্পর্শ করে। ফাইনালটা অবশ্য ঠিকঠাকই শেষ করতে চাইবেন দায়িত্বপ্রাপ্ত আম্পায়াররা।
মেলবোর্নে আগামী রোববার পর্দা নামছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় এবার বিশ্বকাপে বৃষ্টি বেশ ভুগিয়েছে। ফাইনালেও থাকছে বৃষ্টির চোখ রাঙানি। অবশ্য নির্ধারিত দিন খেলা না হলেও রিজার্ভ ডে রেখেছে আইসিসি। এর মধ্যে ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফাইনালে মাঠের আম্পায়ারের ভূমিকায় থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারিও এরাসমাস। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফফানি। আর চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল।
এবারের বিশ্বকাপে আম্পায়ারিং বেশ প্রশ্নবিদ্ধ হয়েছে, যার একটি ৫ বলের ওভার। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে ঘটে ক্রিকেট ইতিহাসের এই বিরল ঘটনা। অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে আফগান পেসার নবীন-উল-হকের ওভারটি ৫ বলে শেষ হয়। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন পাকিস্তানের আলিম দার ও জিম্বাবুয়ের লেংটন রুসেরে। টিভি আম্পায়ার হিসেবে ছিলেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোকস। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। কারও চোখে ধরা পড়েনি বিষয়টি।
আম্পায়ারিং বিতর্ক জমে ওঠে সুপার টুয়েলভে বাংলাদেশ-পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচে। সাকিব আল হাসানের বিপক্ষে এলবিডব্লিউ দেন মাঠের আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোকস। তাৎক্ষণিক রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। রিভিউতে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন টিভি আম্পায়ার রুসেরে। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে, পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানের বলটি সাকিবের ব্যাটে লেগে প্যাড স্পর্শ করে। ফাইনালটা অবশ্য ঠিকঠাকই শেষ করতে চাইবেন দায়িত্বপ্রাপ্ত আম্পায়াররা।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে