Ajker Patrika

‘ভারত ফাইনালের যোগ্য না, পরাজয়ই তাদের প্রাপ্য’

‘ভারত ফাইনালের যোগ্য না, পরাজয়ই তাদের প্রাপ্য’

অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ভারত। দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন ভারতীয় বোলাররা। ভারতীয় বোলাররা যখন উইকেটের জন্য হন্যে হয়ে ছিল টুইটারে শোয়েব আখতার মজা করে লেখেন, ‘ভাইয়েরা, আজ কি একটাও আউট করবা না?’ ইংলিশ ওপেনারদের টলাতে পারেননি ভারতীয় বোলাররা। 

১০ উইকেটের হারে সেমিফাইনালে থেমে গেছে ভারতের বিশ্বকাপ অভিযান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববারের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের পর স্বাভাবিকভাবে হতাশা ছুঁয়ে গেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে। হারের দায় নিজের বোলারদের ওপর ছাপিয়েছেন রোহিত। বোলারদের পারফরম্যান্সে বেশ বিরক্তও ভারত অধিনায়ক।

এমন হারে ভারতীয় দলের একহাত নিয়েছেন সাবেক পাকিস্তান গতিতারকা শোয়েব। ইংলিশদের কাছে ১০ উইকেটের হারকে ভারতের লজ্জার মনে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব বলেন, ‘এটা ভারতের জন্য খুব বিব্রতকর হার। তারা ভয়ংকর রকম বাজে পারফরম্যান্স করেছে, পরাজয় তাদের প্রাপ্যই ছিল। তারা ফাইনালে ওঠার যোগ্যতাও রাখে না। তারা আজ খুব বাজেভাবে হেরেছে। কন্ডিশন ছিল পেসারদের অনুকূলে, কিন্তু ভারতীয় দলে কোনো এক্সপ্রেস গতির পেসার নেই।’ 

সেমিফাইনালে মতো ম্যাচে ভারতের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে না খেলানোয় অবাক হয়েছেন রাওয়াল পিণ্ডি এক্সপ্রেস খ্যাত এই পেসার। শোয়েবের কথা অবশ্য উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের বোলিংয়ের সামনে হাঁসফাঁস করেছেন ভারতীয় ব্যাটাররা। ৪ ওভারে মাতর ২০ রান দিয়ে বিরাট কোহলির উইকেট তুলে নেন রশিদ। চাহালকে না নেওয়া নিয়ে শোয়েব বলেন, ‘তারা একটি ম্যাচেও যুজবেন্দ্র চাহালকে খেলায়নি! ভারতের দল নির্বাচন বিভ্রান্তিকর। এটা ভারতের জন্য বাজে একটা দিন ছিল। টস হারের পরই তাদের মাথা নিচু হতে থাকে। ইংল্যান্ডের প্রথম পাঁচ ওভারের ব্যাটিং দেখেই ভারতীয়রা আত্মসমর্পণ করে। অন্তত তারা লড়াইটা তো করতে পারত! রাউন্ড দা উইকেট থেকে বাউন্সার ছুড়তে পারত। তাদের মাঝে কোনো আগ্রাসনই ছিল না!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত