ক্রিকেটে ১০ উইকেটের জয় মানেই বিশাল ব্যাপার। আর তা যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চে, তাহলে সেটা পায় অনন্য এক মাত্রা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ উইকেটের জয়ের রেকর্ড আছে পাঁচটি। এই পাঁচটার দুটোই হয়েছে ভারতের বিপক্ষে।
চলুন দেখে নেওয়া যাক ১০ উইকেটের জয়ের সেই রেকর্ডগুলো—
১। ভারত: ১৬৮ /৬ (২০) ; ইংল্যান্ড: ১৭০ /০(১৬) ; ফলাফলঃ ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী। ভেন্যু: অ্যাডিলেড, অস্ট্রেলিয়া; ১০ নভেম্বর,২০২২
বিশ্বকাপ ইতিহাসে বিনা উইকেটে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ডটি হয়েছে ভারতের বিপক্ষে। এই লজ্জাজনক রেকর্ডের শিকার ভারত হয়েছে ২০২২ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে। অ্যাডিলেডে ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে শুরু থেকেই দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস মারমুখী ব্যাটিং করেন। ৪ ওভার বাকি থাকতে ১০ উইকেটের বিশাল জয়ে ইংলিশরা চলে যায় ফাইনালে। বাটলার করেন ৪৯ বলে ৮০ রান এবং হেলস করেন ৪৭ বলে ৮৬ রান।
২। ভারত: ১৫১ /৭ (২০) ; পাকিস্তান: ১৫২ / ০ (১৭.৫) ; ফলাফলঃ পাকিস্তান ১০ উইকেটে জয়ী। ভেন্যু: দুবাই, সংযুক্ত আরব আমিরাত; ২৪ অক্টোবর, ২০২১
ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ-কোনোটাতেই পাকিস্তান জয়ের দেখা পাচ্ছিল না ভারতের বিপক্ষে। আগের ১২ বারের দেখায় ১২ টিতেই হেরেছিল পাকিস্তান। অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ডেডলক ভাঙে পাকিস্তান। দুবাইয়ে সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটের রাজকীয় জয় এনে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ১৩ বল আগে পাওয়া এই জয়ে বাবর করেছিলেন ৫২ বলে ৬৮ রান। আর রিজওয়ান করেছিলেন ৫৫ বলে ৭৯ রান।
৩। পাপুয়া নিউগিনি: ১২৯ / ৯ (২০) ; ওমান: ১৩১ / ০ (১৩.৪) ; ফলাফল: ওমান ১০ উইকেটে জয়ী। ভেন্যু: আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ড, ওমান; ১৭ অক্টোবর, ২০২১
দুবাইয়ে ভারত-পাকিস্তান 'হাইভোল্টেজ' ম্যাচের রেকর্ডের ঠিক আগের সপ্তাহেই এই রেকর্ড গড়ে ওমান। ওমানের আল-আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে প্রথম রাউন্ডের ম্যাচে এই রেকর্ড গড়ে স্বাগতিকেরা। পাপুয়া নিউগিনির দেওয়া ১৩০ এর লক্ষ্যে ওমানের দুই ওপেনার জতিন্দর সিং এবং আকিব ইলিয়াস ঝোড়ো ব্যাটিং করেন। ৩৮ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা।
৪। শ্রীলংকা: ১০১ / ১০ (১৯.৩) ; অস্ট্রেলিয়া: ১০২ /০ (১০.২) ; ফলাফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী। ভেন্যু: কেপটাউন, দক্ষিণ আফ্রিকা; ২০ সেপ্টেম্বর, ২০০৭
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই ১০ উইকেটের জয় দেখে ক্রিকেট বিশ্ব। কেপটাউনে স্টুয়ার্ট ক্লার্ক, ব্রেট লিদের বোলিং তোপে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১০১ রানে। ১০২ রানের লক্ষ্য বেশ হেসেখেলেই তাড়া করে অস্ট্রেলিয়া। ৩৮ বলে ৫৮ রান করেছিলেন ম্যাথ্যু হেইডেন এবং ২৫ বলে ৩১ রান করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।
৫। জিম্বাবুয়ে: ৯৩ / ৮ (২০) ; দক্ষিণ আফ্রিকা: ৯৪ / ০ (১২.৪) ; ফলাফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী। ভেন্যু: হাম্বানতোতা, শ্রীলঙ্কা; ২০ সেপ্টেম্বর, ২০১২
হাম্বানতোতায় এবার মুখোমুখি হয় আফ্রিকা মহাদেশের দুই দেশ। জ্যাক ক্যালিস, মরকেল ব্রাদার্স, ডেল স্টেইনের বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়ে আটকে যায় ৯৩ রানে। ৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ৪৪ বল আগেই চলে যায় জয়ের বন্দরে। ৪৪ বলে ৫০ রান করেছিলেন রিচার্ড লেভি এবং ৩৩ বলে ৩২ রান করেছিলেন হাশিম আমলা।
ক্রিকেটে ১০ উইকেটের জয় মানেই বিশাল ব্যাপার। আর তা যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চে, তাহলে সেটা পায় অনন্য এক মাত্রা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ উইকেটের জয়ের রেকর্ড আছে পাঁচটি। এই পাঁচটার দুটোই হয়েছে ভারতের বিপক্ষে।
চলুন দেখে নেওয়া যাক ১০ উইকেটের জয়ের সেই রেকর্ডগুলো—
১। ভারত: ১৬৮ /৬ (২০) ; ইংল্যান্ড: ১৭০ /০(১৬) ; ফলাফলঃ ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী। ভেন্যু: অ্যাডিলেড, অস্ট্রেলিয়া; ১০ নভেম্বর,২০২২
বিশ্বকাপ ইতিহাসে বিনা উইকেটে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ডটি হয়েছে ভারতের বিপক্ষে। এই লজ্জাজনক রেকর্ডের শিকার ভারত হয়েছে ২০২২ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে। অ্যাডিলেডে ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে শুরু থেকেই দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস মারমুখী ব্যাটিং করেন। ৪ ওভার বাকি থাকতে ১০ উইকেটের বিশাল জয়ে ইংলিশরা চলে যায় ফাইনালে। বাটলার করেন ৪৯ বলে ৮০ রান এবং হেলস করেন ৪৭ বলে ৮৬ রান।
২। ভারত: ১৫১ /৭ (২০) ; পাকিস্তান: ১৫২ / ০ (১৭.৫) ; ফলাফলঃ পাকিস্তান ১০ উইকেটে জয়ী। ভেন্যু: দুবাই, সংযুক্ত আরব আমিরাত; ২৪ অক্টোবর, ২০২১
ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ-কোনোটাতেই পাকিস্তান জয়ের দেখা পাচ্ছিল না ভারতের বিপক্ষে। আগের ১২ বারের দেখায় ১২ টিতেই হেরেছিল পাকিস্তান। অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ডেডলক ভাঙে পাকিস্তান। দুবাইয়ে সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটের রাজকীয় জয় এনে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ১৩ বল আগে পাওয়া এই জয়ে বাবর করেছিলেন ৫২ বলে ৬৮ রান। আর রিজওয়ান করেছিলেন ৫৫ বলে ৭৯ রান।
৩। পাপুয়া নিউগিনি: ১২৯ / ৯ (২০) ; ওমান: ১৩১ / ০ (১৩.৪) ; ফলাফল: ওমান ১০ উইকেটে জয়ী। ভেন্যু: আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ড, ওমান; ১৭ অক্টোবর, ২০২১
দুবাইয়ে ভারত-পাকিস্তান 'হাইভোল্টেজ' ম্যাচের রেকর্ডের ঠিক আগের সপ্তাহেই এই রেকর্ড গড়ে ওমান। ওমানের আল-আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে প্রথম রাউন্ডের ম্যাচে এই রেকর্ড গড়ে স্বাগতিকেরা। পাপুয়া নিউগিনির দেওয়া ১৩০ এর লক্ষ্যে ওমানের দুই ওপেনার জতিন্দর সিং এবং আকিব ইলিয়াস ঝোড়ো ব্যাটিং করেন। ৩৮ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা।
৪। শ্রীলংকা: ১০১ / ১০ (১৯.৩) ; অস্ট্রেলিয়া: ১০২ /০ (১০.২) ; ফলাফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী। ভেন্যু: কেপটাউন, দক্ষিণ আফ্রিকা; ২০ সেপ্টেম্বর, ২০০৭
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই ১০ উইকেটের জয় দেখে ক্রিকেট বিশ্ব। কেপটাউনে স্টুয়ার্ট ক্লার্ক, ব্রেট লিদের বোলিং তোপে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১০১ রানে। ১০২ রানের লক্ষ্য বেশ হেসেখেলেই তাড়া করে অস্ট্রেলিয়া। ৩৮ বলে ৫৮ রান করেছিলেন ম্যাথ্যু হেইডেন এবং ২৫ বলে ৩১ রান করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।
৫। জিম্বাবুয়ে: ৯৩ / ৮ (২০) ; দক্ষিণ আফ্রিকা: ৯৪ / ০ (১২.৪) ; ফলাফল: দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী। ভেন্যু: হাম্বানতোতা, শ্রীলঙ্কা; ২০ সেপ্টেম্বর, ২০১২
হাম্বানতোতায় এবার মুখোমুখি হয় আফ্রিকা মহাদেশের দুই দেশ। জ্যাক ক্যালিস, মরকেল ব্রাদার্স, ডেল স্টেইনের বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়ে আটকে যায় ৯৩ রানে। ৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ৪৪ বল আগেই চলে যায় জয়ের বন্দরে। ৪৪ বলে ৫০ রান করেছিলেন রিচার্ড লেভি এবং ৩৩ বলে ৩২ রান করেছিলেন হাশিম আমলা।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি সনি বেকারের। কদিন আগে কেবল ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর আগেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ করেছেন হ্যাটট্রিক।
৩ ঘণ্টা আগেক্রিকেটারদের স্কিল উন্নত করতে বিভিন্ন পদ্ধতির ব্যবহারে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। এবার ব্যাটারদের পাওয়ার হিটিং বাড়াতে যুক্ত হলো একেবারেই ভিন্ন ধরনের ট্রেনিং টুল—প্রো ভেলোসিটি ব্যাট।
৩ ঘণ্টা আগে