এই বিপিএলে তিন সেঞ্চুরির দুটিই তরুণ বাংলাদেশি ব্যাটারের
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমজমাট হয়ে উঠেছে। রানের বন্যা চলছে টুর্নামেন্টে। ক্রিকেটারদের ব্যাটে ৭০-৮০ রানের স্কোর তো এখন নিয়মিত। তিন সেঞ্চুরি হয়ে গেছে টুর্নামেন্টে, যার দুটিই বাংলাদেশের।