Ajker Patrika

যে ক্যাচে তাক লাগিয়ে দিলেন শামীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৪৬
যে ক্যাচে তাক লাগিয়ে দিলেন শামীম

বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকেই ফিল্ডিংয়ে বেশ চটপটে শামীম হোসেন পাটোয়ারি। নিশ্চিত রান বাঁচানো অথবা দুর্দান্ত ক্যাচ ধরার সক্ষমতা আছে তাঁর। আজ চট্টগ্রামে তেমনই এক চোখধাঁধানো ক্যাচ ধরে তাক লাগিয়ে দেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ রংপুরের বিপক্ষে ১৫১ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে প্রথম ৪ ওভারেই কুমিল্লা করে ৩৬ রান। ৫ম ওভারের প্রথম বলে সাকিব আল হাসানকে নিশ্চিত ছক্কা ভেবেই শট খেলেন সুনীল নারাইন। নারাইন হয়তো তখনো বুঝতে পারেননি যে ভিন্ন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। ডিপ মিড উইকেটে সীমানার কাছে বল পৌঁছানোর আগে ঝাঁপ দিয়ে ছক্কা বাঁচান শামীম। ভারসাম্য রক্ষা করতে না পেরে সীমানার ওপারে পা নামান তিনি। এরপর সীমানার দড়ি স্পর্শ না করে উড়ন্ত অবস্থায় মাঠের ভেতরে ফিরে ক্যাচটা লুফে নেন তিনি। এমন ক্যাচ দেখে ফেসবুকে কেউ কেউ রসিকতা করে বলছেন, এ ধরনের ক্যাচে উইকেট বোলারদের নয়, ফিল্ডারদের নামে দেওয়া উচিত! 

ফিল্ডিংয়ের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটের শেষের দিকে নেমে ঝোড়ো ইনিংস খেলতে শামীমের বেশ পরিচিতি রয়েছে। ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে, সেই দলে ছিলেন শামীম। বিশ্বকাপ জয়ের পরের বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শামীমের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচে খেলেছেন তিনি। ৬০ গড় ও ২১৪.২৮ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। ওয়ানডেতে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কা মেরেছেন গত বছর। তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের তলায় মাটি খুঁজে পাননি তিনি। 

এই বিপিএলে দুর্দান্ত খেলা রংপুরের হয়ে শামীমের ব্যাট হাতে বড় চ্যালেঞ্জ না নিতে হলেও ফিল্ডিংয়ে নিজের কাজটা ঠিকঠাক করে চলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত