Ajker Patrika

এই বিপিএলে তিন সেঞ্চুরির দুটিই তরুণ বাংলাদেশি ব্যাটারের

এই বিপিএলে তিন সেঞ্চুরির দুটিই তরুণ বাংলাদেশি ব্যাটারের

২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমজমাট হয়ে উঠেছে। রানের বন্যা চলছে টুর্নামেন্টে। ক্রিকেটারদের ব্যাটে ৭০-৮০ রানের স্কোর তো এখন নিয়মিত। তিন সেঞ্চুরি হয়ে গেছে টুর্নামেন্টে, যার দুটিই বাংলাদেশের।

এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি আসতে লেগেছে ২৬ ম্যাচ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে গত ৯ ফেব্রুয়ারি সেঞ্চুরি করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ হৃদয়। ৫৭ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। সেই সেঞ্চুরিও তিনি এমন দিনে পেলেন, যেটা ছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের চার বছর পূর্তির দিন।

সেই সেঞ্চুরির চার দিন পর বিপিএল দেখল আরও এক সেঞ্চুরি। ১৩ ফেব্রুয়ারি ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেঞ্চুরিয়ান সেই কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের উইল জ্যাকস। জ্যাকসের সেঞ্চুরি এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তিনিও করেন ১০৮ রান। ইংলিশ এই ব্যাটারের লেগেছে ৫৩ বল। ঠিক ১ সপ্তাহ পর আজ চট্টগ্রামেই দেখা মিলল আরেক সেঞ্চুরির। এবারের সেঞ্চুরিয়ান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিম। খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৫৮ বল। ৬৫ বলে ৮ চার ও ৮ ছক্কায় করেন ১১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা স্কোর।

তানজিদ তামিমের সেঞ্চুরি করার ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছে ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান। খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচটি ‘ডু অর ডাই’ বললেও অবশ্য ভুল হবে না। প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলেরই।

সেঞ্চুরির পর তাওহীদ হৃদয়। ছবি: আজকের পত্রিকা ২০২৪ বিপিএলের সেঞ্চুরি: 
তাওহীদ হৃদয় (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: দুর্দান্ত ঢাকা; ৯ ফেব্রুয়ারি, ২০২৪ 
উইল জ্যাকস (কুমিল্লা ভিক্টোরিয়ানস) ; ১০৮ *; প্রতিপক্ষ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স; ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ 
তানজিদ হাসান তামিম (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ; ১১৬; প্রতিপক্ষ: খুলনা টাইগার্স; ২০ ফেব্রুয়ারি, ২০২৪

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত