‘কম বাজেটে ঘর সাজানো সম্ভব’
ঘর সাজাতে যাঁরা ভালোবাসেন, তাঁরা ফেসবুকে ‘ডেকর আপা অন আ বাজেট’ নামের পেজটি হয়তো দেখে থাকবেন। কী করে মাত্র কয়েকটি জিনিসের অদলবদল আর সংযোজনে একটি ঘরের চেহারা বদলে দেওয়া যায়, তা-ই ভিডিও কনটেন্টের মাধ্যমে দেখান ডেকর আপা অন আ বাজেট নামের ফেসবুক পেজের কনটেন্ট ক্রিয়েটর নাজিয়া সুলতানা। তাঁর পেজের ফলোয়ার সংখ