Ajker Patrika

জরায়ুর টিউমারে গর্ভধারণে সমস্যা হয়

ডা. তাহমিদা খানম
জরায়ুর টিউমারে গর্ভধারণে সমস্যা হয়

প্রশ্ন: শিশুদের নাক বন্ধে নাকের ড্রপ ব্যবহারে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
পিন্টু খন্দকার, বরিশাল

দীর্ঘদিন নাকের ড্রপ ব্যবহার করার ফলে নাকের ভেতর জ্বালাপাড়া ও শুষ্কতা তৈরি হতে পারে। তাই প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করাই ভালো। 

প্রশ্ন: আমার স্ত্রীর জরায়ুতে টিউমার। জরায়ুতে টিউমার হলে কি সন্তান ধারণে কোনো সমস্যা হতে পারে?
ফয়সাল সিদ্দিক, ঢাকা 

জরায়ুতে কোন ধরনের টিউমার আছে তার ওপর নির্ভর করে সন্তান ধারণে সমস্যা হবে কি না। জরায়ুর ভেতরের স্তরে টিউমার হলে এবং সেটি বা সেগুলো যদি বড় হয়, তাহলে ভ্রূণ জরায়ুতে স্থাপনে বাধাপ্রাপ্ত হতে পারে। গর্ভাবস্থায় এই টিউমার আকারে আরও বড় হয়। এ ছাড়া এ ধরনের টিউমার অনিয়মিত ও ব্যথাযুক্ত মাসিকের কারণ হয়ে থাকে বলে সন্তান ধারণে সমস্যা হতে পারে।

প্রশ্ন: মেয়ের বয়স সাড়ে ১২ বছর। এখনো মাসিক হয়নি। কী করণীয়? 
ফাতেমা বেগম, ঢাকা

আপনার মেয়ের বয়স অনুযায়ী ওজন, উচ্চতা ও অন্যান্য শারীরিক গঠন ঠিক থাকলে অপেক্ষা করুন। আর তা না হলে নিকটস্থ হরমোন রোগ বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রশ্ন: সব সময় জুতা পরায় পায়ের আঙুলগুলোতে কালো দাগ পড়েছে; বিশেষ করে অনামিকা ও কনিষ্ঠ আঙুলে কড়া পড়ে গেছে। আমি চাকরি করি। ফলে শরীরের যত্ন নেওয়ার সময় খুব একটা পাই না। এমন অবস্থায় দাগ মুছে ফেলতে করণীয় কী?
জিন্নাত আরা ঋতু, ঢাকা

আপনি আরামদায়ক ও নরম জুতা ব্যবহার করুন। ত্বক যেন শুষ্ক না থাকে, সে জন্য গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। কোনো বিশেষ চর্মরোগের কারণে যদি এই পরিবর্তন হয়, তাহলে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

পরামর্শ দিয়েছেন, ডা. তাহমিদা খানম, মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত