প্রথম সেঞ্চুরিটা মা–বাবাকেই উৎসর্গ করলেন সাদমান
তামিম ইকবাল চোটে না পড়লে হয়তো তাঁর একাদশে থাকাই হতো না! সেই সাদমান ইসলাম পাঁচ মাস পর টেস্টে পাওয়া সুযোগটা কাজে লাগালেন দারুণভাবে। হারারেতে চতুর্থদিনে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরিটা বাঁহাতি ব্যাটসম্যান উৎসর্গ করলেন তাঁর ক্রিকেটার হওয়ার পেছনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, মা–বাবাকে।