
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালীয় জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের সুস্থভাবে দেশে ফেরত আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমালিয়ান জলদস্যুদের কবলে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজটির ২৩ বাংলাদেশি নাবিকের মধ্যে রয়েছেন খুলনার তৌফিকুল ইসলাম। দস্যুদের কবলে পড়ার পর স্ত্রী ও মায়ের সঙ্গে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানান। বলেন, ‘আম্মা আমি ভালো আছি, চিন্তা করো না’, এরপরই ফোনের সংযোগ কেটে যায়। কথা বলার সময় তাঁর ফোনটি কেড়ে নেওয়া হয়..

আতিক উল্লাহর তিন মেয়ের মধ্যে ইয়াশরা বড়। মেজো মেয়ের নাম উনাইজা মেহবিন এবং ছোট মেয়ে খাদিজা আরুবিয়া। দুই বছরের আবুবিয়া নানুকে একটু পরপর প্রশ্ন করছে, ‘নানু, সবাই বাবর কথা জিজ্ঞেস করছে যে?’ নাতনির এমন প্রশ্নে নিরুত্তর তিনি। কারণ, এর কোনো জবাব তাঁর জানা নেই।

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ফার্স্ট অফিসারের দায়িত্বে আছেন চট্টগ্রামের কোতোয়ালির বাসিন্দা ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খান। গতকাল জিম্মি হওয়ার পর সর্বশেষ গতকাল সন্ধ্যায় তার সঙ্গে মোবাইল ফোরে পরিবারের কথা হয়েছে। তখন পর্যন্ত অক্ষত অবস্থায় থাকার কথা জানিয়েছিলেন।