যদি বলা হয়, মহাসমুদ্রে বিচরণ করা জাহাজে কোনো মানুষ নেই, তাহলে হয়তো বিষয়টি কল্পকাহিনির মতো শোনাবে। তবে কল্পকাহিনি বা ভবিষ্যৎ যেটাই বলা হোক না কেন, সেদিন আর খুব বেশি দূরে নয়। যখন মানুষ ছাড়াই একটি জাহাজ নিজে নিজেই সাগর-মহাসাগরগুলোতে ভেসে বেড়াতে পারবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমানে নরওয়ের উপকূলের একটি খাঁড়িতে সবুজ রঙের এই জাহাজের দেখা মিলবে। তবে আনুষ্ঠানিকভাবে এটি এখনো যাত্রা শুরু করেনি। প্রথম দেখায় এটিকে আর দশটা জাহাজের মতোই দেখাবে। কিন্তু সেখানে আছে আধুনিক প্রযুক্তির ক্যামেরা, মাইক্রোফোন, রাডার, জিপিএস এবং প্রায় সব ধরনের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কার্যক্রম পরিচালনা করা বহুজাতিক কোম্পানি ওশান ইনফিনিটির রিমোট সিস্টেমের প্রধান কলিন ফিল্ড এই নতুন জাহাজটির সম্পর্কে বলেন, ‘জাহাজটিতে আমরা বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি যোগ করেছি এবং এটিকে এমনভাবে সাজিয়েছি, যাকে আমরা “রোবট” বলছি।’
ওশান ইনফিনিটির নতুন ‘আরমাডা’ প্রকল্পের অংশ হিসেবে জাহাজটি সমুদ্রে জরিপ ও তলদেশে তেল-গ্যাস অনুসন্ধানে ব্যবহার করা হবে। জাহাজটির দৈর্ঘ্য ৭৮ মিটার। এতে ১৬ জন মানুষের জায়গা হবে। সাধারণত এই আকারের এ ধরনের একটি জাহাজ পরিচালনার জন্য ৪০-৫০ জন মানুষের প্রয়োজন হতো। কোম্পানিটি মনে করছে, তারা আরও কম মানুষ দিয়ে জাহাজটি পরিচালনা করতে পারবে। কারণ, অধিকাংশ কাজই শত শত মাইল দূর থেকে পরিচালনা করা সম্ভব।
জাহাজটি নরওয়ের খাঁড়িতে থাকলেও সেটিকে পরিচালনা করা হচ্ছে ইংল্যান্ডের সাউদাম্পটনের ছোট একটি ঘর থেকে। ঘরটি দেখে মনে হতে পারে, কোনো সিনেমার সেটে কর্মযজ্ঞ চলছে। সেখানে ২০টি পৃথক স্টেশনের প্রতিটিতেই আছে গেমিং কনসোল ও টাচ স্ক্রিন। এই স্টেশনগুলো থেকেই সরাসরি জাহাজের ক্যামেরা ও সেনসর ব্যবহার করে পরিচালনার কাজ করা যায়।
যদি বলা হয়, মহাসমুদ্রে বিচরণ করা জাহাজে কোনো মানুষ নেই, তাহলে হয়তো বিষয়টি কল্পকাহিনির মতো শোনাবে। তবে কল্পকাহিনি বা ভবিষ্যৎ যেটাই বলা হোক না কেন, সেদিন আর খুব বেশি দূরে নয়। যখন মানুষ ছাড়াই একটি জাহাজ নিজে নিজেই সাগর-মহাসাগরগুলোতে ভেসে বেড়াতে পারবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমানে নরওয়ের উপকূলের একটি খাঁড়িতে সবুজ রঙের এই জাহাজের দেখা মিলবে। তবে আনুষ্ঠানিকভাবে এটি এখনো যাত্রা শুরু করেনি। প্রথম দেখায় এটিকে আর দশটা জাহাজের মতোই দেখাবে। কিন্তু সেখানে আছে আধুনিক প্রযুক্তির ক্যামেরা, মাইক্রোফোন, রাডার, জিপিএস এবং প্রায় সব ধরনের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কার্যক্রম পরিচালনা করা বহুজাতিক কোম্পানি ওশান ইনফিনিটির রিমোট সিস্টেমের প্রধান কলিন ফিল্ড এই নতুন জাহাজটির সম্পর্কে বলেন, ‘জাহাজটিতে আমরা বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি যোগ করেছি এবং এটিকে এমনভাবে সাজিয়েছি, যাকে আমরা “রোবট” বলছি।’
ওশান ইনফিনিটির নতুন ‘আরমাডা’ প্রকল্পের অংশ হিসেবে জাহাজটি সমুদ্রে জরিপ ও তলদেশে তেল-গ্যাস অনুসন্ধানে ব্যবহার করা হবে। জাহাজটির দৈর্ঘ্য ৭৮ মিটার। এতে ১৬ জন মানুষের জায়গা হবে। সাধারণত এই আকারের এ ধরনের একটি জাহাজ পরিচালনার জন্য ৪০-৫০ জন মানুষের প্রয়োজন হতো। কোম্পানিটি মনে করছে, তারা আরও কম মানুষ দিয়ে জাহাজটি পরিচালনা করতে পারবে। কারণ, অধিকাংশ কাজই শত শত মাইল দূর থেকে পরিচালনা করা সম্ভব।
জাহাজটি নরওয়ের খাঁড়িতে থাকলেও সেটিকে পরিচালনা করা হচ্ছে ইংল্যান্ডের সাউদাম্পটনের ছোট একটি ঘর থেকে। ঘরটি দেখে মনে হতে পারে, কোনো সিনেমার সেটে কর্মযজ্ঞ চলছে। সেখানে ২০টি পৃথক স্টেশনের প্রতিটিতেই আছে গেমিং কনসোল ও টাচ স্ক্রিন। এই স্টেশনগুলো থেকেই সরাসরি জাহাজের ক্যামেরা ও সেনসর ব্যবহার করে পরিচালনার কাজ করা যায়।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১১ মিনিট আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৩ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৬ ঘণ্টা আগে