চেলসিই কি সালাহর নতুন ঠিকানা
নতুন মৌসুম শুরু হওয়ার আগেই জমে ওঠে গুঞ্জনের বাজার। কে থাকছেন, কে যাচ্ছেন এই গুঞ্জনে দলগুলো টাকা-পয়সার অঙ্ক মেলাতে ব্যস্ত থাকে। মেসি–রোনালদোর পর এবার আলোচনায় এসেছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে চলে যাচ্ছেন মিশরীয় ফরোয়ার্ড এবং তাঁকে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে টমাস টুখেলের চেলসি।