ঢাকা: চেলসিকে ১–০ গোলে হারিয়ে কাল ওয়েম্বলিতে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে লেস্টার সিটি। লেস্টারের এই জয়ে খুশি হওয়ার উপলক্ষ পেয়েছে বাংলাদেশও। চ্যাম্পিয়ন দলে যে ছিলেন এক বাংলাদেশি বংশোদ্ভূত—হামজা চৌধুরী।
হামজার শিরোপাজয়েই শুধু বাংলাদেশকে মুগ্ধ করেনি, আরও একটি ঘটনায় নজড় কেড়েছেন লেস্টারের ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচ শেষে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দলের মুসলিম সতীর্থ ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনি পতাকা ঘাড়ে চড়িয়ে চক্কর দিয়েছেন মাঠে। আর এ দৃশ্য ‘ভাইরাল’ হয়েছে নেটদুনিয়ায়।
হামজার সে ছবি পৌঁছেছে বিশ্বখ্যাত ইংলিশ রক ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর কিংবদন্তি গিটারিস্ট ও ভোকালিস্ট রজার ওয়াটার্সের কাছেও। হামজার ছবি পোস্ট করে ভূয়সী প্রশংসা করেছেন তিনি। হামজার ছবি পোস্ট করা একজনের টুইট রিটুইট করে ওয়াটার্স লিখেছেন, ‘হামজা চৌধুরী, আমার নায়ক তুমি। এগিয়ে যাও ফক্সেস (লেস্টারের ডাকনাম)! আগামী শনিবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হাঁটু গেড়ে বোসো। রজারের পক্ষ থেকে ভালোবাসা।’
ওয়েম্বলিতে কাল শুরুতে থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। খেলা শুরুর ২ মিনিটেই চেলসির টিমো ভেরনার দুবার লেস্টারের দুর্গে বল নিয়ে ঢুকলেও তা সফল হতে দেয়নি ফক্সেসরা। ৫ মিনিটে হাকিম জিয়েখের পাস মার্কোস আলোনসোকে খুঁজে পেলেও লেস্টার ডিফেন্ডার ফোফানা তা দারুণভাবে রুখে দেন। ২০ মিনিটে ইয়ুরি তিয়েলেমানসের ক্রসে চাগলার সয়ুঞ্জুর হেড বল জাল খুঁজে পায়নি। ২৩ মিনিটে ম্যাসন মাউন্টের শটও চেলসিকে গোল এনে দিতে পারেননি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও সুযোগ পেয়েও হারায় লেস্টার।
দ্বিতীয়ার্ধেও দুই দল ছিল আক্রমণাত্মক। সুযোগ তৈরি করেও সেটি কাজে না লাগানোর আক্ষেপ লেস্টারের দূর হয় ৬৩ মিনিটে। ডি-বক্সের অনেক বাইরে থেকে দুর্দান্ত শটে লেস্টারকে এগিয়ে নেন তিয়েলেমানস। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে চেলসি। ৮৮ মিনিটে একপ্রস্থ নাটক। ওয়েস মরগানের আত্মঘাতী গোলে চেলসি তখন সমতায় ফেরার আনন্দে মত্ত। কিন্তু ‘ভার’ বলল ভিন্ন কথা! টিভি রিপ্লেতে রেফারি দেখলেন, বেন চিলওয়েল অফসাইড ছিলেন। ফুটবলবিধাতা এবারের এফএ কাপটা লেস্টারের জন্যই লিখে রেখেছিলেন। চেলসির সাধ্য কি ভিন্ন গল্প লেখার! মুহূর্তেই ক্ষণিকের আনন্দ দুঃখে পরিণত হয়ে ব্লুজ সমর্থকদের। ১-০ তে জিতে প্রথমবারের মতো এফএ কাপ জয়ের আনন্দে ভাসে ফক্সেসরা। ১৯৪৯, ১৯৬১, ১৯৬৩, ১৯৬৯—চারবার এফএ কাপের ফাইনালে উঠেছে লেস্টার। ৫২ বছর পর আবারও ফাইনালে উঠে শিরোপাখরা ঘুচল লেস্টারের। আর এ নিয়ে টানা দ্বিতীয়বার এফএ কাপের শিরোপার কাছে গিয়ে ছোঁয়া হলো না চেলসির।
১৪বার শিরোপা নিয়ে এফএ কাপের সর্বোচ্চ শিরোপাজয়ী দল আর্সেনাল। ১২টি শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ৮টি শিরোপা নিয়ে তৃতীয় স্থানে যুগ্মভাবে টটেনহাম ও চেলসি। সংখ্যাটা মাত্র ‘এক’ হলেও লেস্টারও এখন গৌরবভরা কণ্ঠে বলতে পারবে, ‘কাপটা আমরাও জিতেছি!’
ঢাকা: চেলসিকে ১–০ গোলে হারিয়ে কাল ওয়েম্বলিতে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে লেস্টার সিটি। লেস্টারের এই জয়ে খুশি হওয়ার উপলক্ষ পেয়েছে বাংলাদেশও। চ্যাম্পিয়ন দলে যে ছিলেন এক বাংলাদেশি বংশোদ্ভূত—হামজা চৌধুরী।
হামজার শিরোপাজয়েই শুধু বাংলাদেশকে মুগ্ধ করেনি, আরও একটি ঘটনায় নজড় কেড়েছেন লেস্টারের ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচ শেষে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দলের মুসলিম সতীর্থ ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনি পতাকা ঘাড়ে চড়িয়ে চক্কর দিয়েছেন মাঠে। আর এ দৃশ্য ‘ভাইরাল’ হয়েছে নেটদুনিয়ায়।
হামজার সে ছবি পৌঁছেছে বিশ্বখ্যাত ইংলিশ রক ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর কিংবদন্তি গিটারিস্ট ও ভোকালিস্ট রজার ওয়াটার্সের কাছেও। হামজার ছবি পোস্ট করে ভূয়সী প্রশংসা করেছেন তিনি। হামজার ছবি পোস্ট করা একজনের টুইট রিটুইট করে ওয়াটার্স লিখেছেন, ‘হামজা চৌধুরী, আমার নায়ক তুমি। এগিয়ে যাও ফক্সেস (লেস্টারের ডাকনাম)! আগামী শনিবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হাঁটু গেড়ে বোসো। রজারের পক্ষ থেকে ভালোবাসা।’
ওয়েম্বলিতে কাল শুরুতে থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। খেলা শুরুর ২ মিনিটেই চেলসির টিমো ভেরনার দুবার লেস্টারের দুর্গে বল নিয়ে ঢুকলেও তা সফল হতে দেয়নি ফক্সেসরা। ৫ মিনিটে হাকিম জিয়েখের পাস মার্কোস আলোনসোকে খুঁজে পেলেও লেস্টার ডিফেন্ডার ফোফানা তা দারুণভাবে রুখে দেন। ২০ মিনিটে ইয়ুরি তিয়েলেমানসের ক্রসে চাগলার সয়ুঞ্জুর হেড বল জাল খুঁজে পায়নি। ২৩ মিনিটে ম্যাসন মাউন্টের শটও চেলসিকে গোল এনে দিতে পারেননি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও সুযোগ পেয়েও হারায় লেস্টার।
দ্বিতীয়ার্ধেও দুই দল ছিল আক্রমণাত্মক। সুযোগ তৈরি করেও সেটি কাজে না লাগানোর আক্ষেপ লেস্টারের দূর হয় ৬৩ মিনিটে। ডি-বক্সের অনেক বাইরে থেকে দুর্দান্ত শটে লেস্টারকে এগিয়ে নেন তিয়েলেমানস। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে চেলসি। ৮৮ মিনিটে একপ্রস্থ নাটক। ওয়েস মরগানের আত্মঘাতী গোলে চেলসি তখন সমতায় ফেরার আনন্দে মত্ত। কিন্তু ‘ভার’ বলল ভিন্ন কথা! টিভি রিপ্লেতে রেফারি দেখলেন, বেন চিলওয়েল অফসাইড ছিলেন। ফুটবলবিধাতা এবারের এফএ কাপটা লেস্টারের জন্যই লিখে রেখেছিলেন। চেলসির সাধ্য কি ভিন্ন গল্প লেখার! মুহূর্তেই ক্ষণিকের আনন্দ দুঃখে পরিণত হয়ে ব্লুজ সমর্থকদের। ১-০ তে জিতে প্রথমবারের মতো এফএ কাপ জয়ের আনন্দে ভাসে ফক্সেসরা। ১৯৪৯, ১৯৬১, ১৯৬৩, ১৯৬৯—চারবার এফএ কাপের ফাইনালে উঠেছে লেস্টার। ৫২ বছর পর আবারও ফাইনালে উঠে শিরোপাখরা ঘুচল লেস্টারের। আর এ নিয়ে টানা দ্বিতীয়বার এফএ কাপের শিরোপার কাছে গিয়ে ছোঁয়া হলো না চেলসির।
১৪বার শিরোপা নিয়ে এফএ কাপের সর্বোচ্চ শিরোপাজয়ী দল আর্সেনাল। ১২টি শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ৮টি শিরোপা নিয়ে তৃতীয় স্থানে যুগ্মভাবে টটেনহাম ও চেলসি। সংখ্যাটা মাত্র ‘এক’ হলেও লেস্টারও এখন গৌরবভরা কণ্ঠে বলতে পারবে, ‘কাপটা আমরাও জিতেছি!’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে