ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা তিনবার দলকে শিরোপা জেতানো কোচের নাম জিনেদিন জিদান। স্ট্যামফোর্ড ব্রিজে কাল রাতে সেই জিদানকে ‘দর্শক’ বানিয়ে নতুন ইতিহাস গড়লেন টমাস টুখেল। প্রথম কোচ হিসেবে ভিন্ন দুটি ক্লাবের হয়ে টানা দুই মৌসুমে দলকে ফাইনালে তুললেন টুখেল।
১৩বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১০ বছর পর ফাইনালে চেলসি। চেলসির এই সাফল্যের নেপথ্যের নায়ক টুখেল। মৌসুমের মাঝপথে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চাকরিচ্যুত হওয়ায় ছন্নছাড়া চেলসির দায়িত্ব নিয়েছিলেন গত জানুয়ারিতে। পাঁচ মাসেই ফাইনালে তুললেন দলকে। কী জাদু জানেন টুখেল!
এই সাফল্যের পেছনে বড় কারণ হিসেবে টুখেল বলছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। শুরু থেকেই নিজের কাজটাও বেশ উপভোগ করছেন চেলসির এই জার্মান কোচ। দলের প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই টুখেলের, ‘প্রথম দিন থেকেই অসাধারণ এক ক্লাবের অংশ হয়ে আছি। সেই শুরু থেকেই সবার সমর্থন পেয়ে আসছি। এমন একটা দলের সঙ্গে থাকতে পেরে আমি কৃতজ্ঞ।’
খেলোয়াড়দের সঙ্গে কোচের রসায়নটা তখনই জমে উঠে, যখন ক্লাবের সঙ্গে কোচের বোঝাপড়াটা ভালো হয়। দুইয়ে দুইয়ে চার মিলে গেলেই মাঠে সেটার সফল বাস্তবায়ন ঘটনায় খেলোয়াড়েরা। চেলসির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। কাল ম্যাচেও সেই ছবি দেখা গেল। টুখেলের ট্যাকটিসের কাছেই মার খেয়ে গেছেন জিদান। রিয়ালের একাদশে বয়সের ছাপ ছিল স্পষ্ট। ম্যাচে এই ফায়দা ভালোভাবেই নিয়েছেন টুখেল শিষ্যরা। রক্ষণেও রামোস-নাচোরা তুলনামূলক তরুণ হ্যাভার্টজ-পুলিসিচদের সামলাতে ব্যর্থ হয়েছেন।
টিমো ভেরনার আর ম্যাসন মাউন্ট ফাইনালে গোল পেলেও মৌসুমজুড়ে অনবদ্য ছিলেন এডওয়ার্ড মেন্ডি। চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচের ৮ ম্যাচেই ক্লিন শিট ছিল মেন্ডির। চেলসিকে ফাইনালে আনতে বড় অবদান আছে সেনেগালের এই গোলরক্ষকের। অন্যদিকে রিয়ালের থিবো কর্তোয়া কিছুটা নিষ্প্রভ ছিলেন। ১২ ম্যাচে কর্তোয়ার ক্লিনশিট চারটি।
রিয়াল শেষ চারে থেমে গেলেও দলের পরিস্থিতি বিবেচনায় এই পারফরম্যান্স কম নয়। মৌসুমের শুরু থেকে একের পর এক চোট লেগেই ছিল রিয়াল শিবিরে। এমনকি জিদানকে কখনো কখনো একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে। দলের অধিনায়ক রামোস ফাইনালে খেললেও একাধিক ম্যাচ গ্যালারিতে বসে খেলা দেখতেও দেখা গেছে। চটজর্জর দল নিয়ে সেমিফাইনাল খেলতে পারায় দলের খেলোয়াড়দের কৃতিত্ব দিলেন জিদান, ‘দলের খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং এত দূর আসতে পেরেছি। চেলসি দারুণ খেলেছে, এই জয় তাদের প্রাপ্য। তবে আপনি যখন সেমিফাইনালে হেরে যাবেন তখন খারাপ লাগবে। এটাই স্বাভাবিক।’
ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা তিনবার দলকে শিরোপা জেতানো কোচের নাম জিনেদিন জিদান। স্ট্যামফোর্ড ব্রিজে কাল রাতে সেই জিদানকে ‘দর্শক’ বানিয়ে নতুন ইতিহাস গড়লেন টমাস টুখেল। প্রথম কোচ হিসেবে ভিন্ন দুটি ক্লাবের হয়ে টানা দুই মৌসুমে দলকে ফাইনালে তুললেন টুখেল।
১৩বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১০ বছর পর ফাইনালে চেলসি। চেলসির এই সাফল্যের নেপথ্যের নায়ক টুখেল। মৌসুমের মাঝপথে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চাকরিচ্যুত হওয়ায় ছন্নছাড়া চেলসির দায়িত্ব নিয়েছিলেন গত জানুয়ারিতে। পাঁচ মাসেই ফাইনালে তুললেন দলকে। কী জাদু জানেন টুখেল!
এই সাফল্যের পেছনে বড় কারণ হিসেবে টুখেল বলছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। শুরু থেকেই নিজের কাজটাও বেশ উপভোগ করছেন চেলসির এই জার্মান কোচ। দলের প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই টুখেলের, ‘প্রথম দিন থেকেই অসাধারণ এক ক্লাবের অংশ হয়ে আছি। সেই শুরু থেকেই সবার সমর্থন পেয়ে আসছি। এমন একটা দলের সঙ্গে থাকতে পেরে আমি কৃতজ্ঞ।’
খেলোয়াড়দের সঙ্গে কোচের রসায়নটা তখনই জমে উঠে, যখন ক্লাবের সঙ্গে কোচের বোঝাপড়াটা ভালো হয়। দুইয়ে দুইয়ে চার মিলে গেলেই মাঠে সেটার সফল বাস্তবায়ন ঘটনায় খেলোয়াড়েরা। চেলসির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। কাল ম্যাচেও সেই ছবি দেখা গেল। টুখেলের ট্যাকটিসের কাছেই মার খেয়ে গেছেন জিদান। রিয়ালের একাদশে বয়সের ছাপ ছিল স্পষ্ট। ম্যাচে এই ফায়দা ভালোভাবেই নিয়েছেন টুখেল শিষ্যরা। রক্ষণেও রামোস-নাচোরা তুলনামূলক তরুণ হ্যাভার্টজ-পুলিসিচদের সামলাতে ব্যর্থ হয়েছেন।
টিমো ভেরনার আর ম্যাসন মাউন্ট ফাইনালে গোল পেলেও মৌসুমজুড়ে অনবদ্য ছিলেন এডওয়ার্ড মেন্ডি। চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচের ৮ ম্যাচেই ক্লিন শিট ছিল মেন্ডির। চেলসিকে ফাইনালে আনতে বড় অবদান আছে সেনেগালের এই গোলরক্ষকের। অন্যদিকে রিয়ালের থিবো কর্তোয়া কিছুটা নিষ্প্রভ ছিলেন। ১২ ম্যাচে কর্তোয়ার ক্লিনশিট চারটি।
রিয়াল শেষ চারে থেমে গেলেও দলের পরিস্থিতি বিবেচনায় এই পারফরম্যান্স কম নয়। মৌসুমের শুরু থেকে একের পর এক চোট লেগেই ছিল রিয়াল শিবিরে। এমনকি জিদানকে কখনো কখনো একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে। দলের অধিনায়ক রামোস ফাইনালে খেললেও একাধিক ম্যাচ গ্যালারিতে বসে খেলা দেখতেও দেখা গেছে। চটজর্জর দল নিয়ে সেমিফাইনাল খেলতে পারায় দলের খেলোয়াড়দের কৃতিত্ব দিলেন জিদান, ‘দলের খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং এত দূর আসতে পেরেছি। চেলসি দারুণ খেলেছে, এই জয় তাদের প্রাপ্য। তবে আপনি যখন সেমিফাইনালে হেরে যাবেন তখন খারাপ লাগবে। এটাই স্বাভাবিক।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে