ঢাকা: চ্যাম্পিয়নস লিগে অমীমাংসিতভাবে শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ-চেলসির সেমিফাইনালের দ্বৈরথ। কাল রাতে মাদ্রিদে প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। তবে ড্র করেও সুবিধাজনক অবস্থায় থাকল চেলসি। স্টামফোর্ড ব্রিজে একটি অ্যাওয়ে গোল সঙ্গে নিয়ে দ্বিতীয় লেগ খেলতে নামবে তারা।
বৃষ্টিস্নাত আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ওয়ান-টু -ওয়ানে সুযোগ হাতছাড়া করেন টিমো ওয়ার্নার। এই জার্মান স্ট্রাইকারের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক থিবো কর্তোয়া।
তবে গোল না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে চেলসি। তার সুফল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি। ১৪ মিনিটে রিয়ালের রক্ষণকে বিবশ করে লক্ষ্যভেদ করেন ক্রিশ্চিয়ান পুলিসিক।
এগিয়ে গিয়ে তখন আরো আত্মবিশ্বাসী চেলসি শিবির। তবে ফেরার পথ খুঁজছিল রিয়ালও। করিম বেনজেমার প্রচেষ্টা পোস্টের পাশ দিয়ে বাইরে চলে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের। গুরুত্বপূর্ণ এ ম্যাচে দু দলকেই ভুগিয়েছে বৃষ্টি। বেশ কয়েকবার ম্যাচের গতিও বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে।
পাশাপাশি ঘরের মাঠে সেন্টারব্যাক সার্জিও রামোসের অভাব ভুলতেও হিমশিম খাচ্ছিল 'লস ব্লাঙ্কোস'রা। চেলসির আক্রমণে বারবার উন্মুক্ত হয়ে পড়ছিল রিয়ালের রক্ষণদুর্গ। তবে স্রোতের বিপরীতেই ম্যাচে ফিরে রিয়াল। মার্সেলোর ক্রস থেকে মিলিতাওয়ের মাথায় লেগে বল আসে বেনজেমার কাছে। মাথা দিয়ে নামিয়ে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। স্কোর লাইনে সমতা আসার পর লড়াইয়েও সমতা আসে। দুই দলই আক্রমণ পালটা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে বিরতির আগে কোনো দল আর গোল আদায় করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচ ছিল সমান সমান। দুই দলই চেষ্টা করছিল সুযোগ তৈরির। তবে মাঝ মাঠ দখলে থাকায় রিয়ালের আক্রমণগুলো ছিল অপেক্ষাকৃত গোছানো। একসঙ্গে তিন বদলি নামিয়ে গতি পরিবর্তনের চেষ্টা করে চেলসিও। এ সময় ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নেয় টমাস টুখেলের দল। এটুকু অবশ্য গোল এনে দিতে যথেষ্ট ছিল না। এ সময় রিয়ালও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তাদের আক্রমণগুলো বারবার আটকে যাচ্ছিল ব্লুজ রক্ষণের কাছে গিয়ে। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পেলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
ঢাকা: চ্যাম্পিয়নস লিগে অমীমাংসিতভাবে শেষ হয়েছে রিয়াল মাদ্রিদ-চেলসির সেমিফাইনালের দ্বৈরথ। কাল রাতে মাদ্রিদে প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। তবে ড্র করেও সুবিধাজনক অবস্থায় থাকল চেলসি। স্টামফোর্ড ব্রিজে একটি অ্যাওয়ে গোল সঙ্গে নিয়ে দ্বিতীয় লেগ খেলতে নামবে তারা।
বৃষ্টিস্নাত আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ওয়ান-টু -ওয়ানে সুযোগ হাতছাড়া করেন টিমো ওয়ার্নার। এই জার্মান স্ট্রাইকারের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক থিবো কর্তোয়া।
তবে গোল না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে চেলসি। তার সুফল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি। ১৪ মিনিটে রিয়ালের রক্ষণকে বিবশ করে লক্ষ্যভেদ করেন ক্রিশ্চিয়ান পুলিসিক।
এগিয়ে গিয়ে তখন আরো আত্মবিশ্বাসী চেলসি শিবির। তবে ফেরার পথ খুঁজছিল রিয়ালও। করিম বেনজেমার প্রচেষ্টা পোস্টের পাশ দিয়ে বাইরে চলে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের। গুরুত্বপূর্ণ এ ম্যাচে দু দলকেই ভুগিয়েছে বৃষ্টি। বেশ কয়েকবার ম্যাচের গতিও বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে।
পাশাপাশি ঘরের মাঠে সেন্টারব্যাক সার্জিও রামোসের অভাব ভুলতেও হিমশিম খাচ্ছিল 'লস ব্লাঙ্কোস'রা। চেলসির আক্রমণে বারবার উন্মুক্ত হয়ে পড়ছিল রিয়ালের রক্ষণদুর্গ। তবে স্রোতের বিপরীতেই ম্যাচে ফিরে রিয়াল। মার্সেলোর ক্রস থেকে মিলিতাওয়ের মাথায় লেগে বল আসে বেনজেমার কাছে। মাথা দিয়ে নামিয়ে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। স্কোর লাইনে সমতা আসার পর লড়াইয়েও সমতা আসে। দুই দলই আক্রমণ পালটা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে বিরতির আগে কোনো দল আর গোল আদায় করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেও ম্যাচ ছিল সমান সমান। দুই দলই চেষ্টা করছিল সুযোগ তৈরির। তবে মাঝ মাঠ দখলে থাকায় রিয়ালের আক্রমণগুলো ছিল অপেক্ষাকৃত গোছানো। একসঙ্গে তিন বদলি নামিয়ে গতি পরিবর্তনের চেষ্টা করে চেলসিও। এ সময় ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নেয় টমাস টুখেলের দল। এটুকু অবশ্য গোল এনে দিতে যথেষ্ট ছিল না। এ সময় রিয়ালও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তাদের আক্রমণগুলো বারবার আটকে যাচ্ছিল ব্লুজ রক্ষণের কাছে গিয়ে। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পেলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে