ঢাকা: কী, শিরোনাম দেখে চমকে উঠলেন? ভাবছেন, কাল ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে চেলসি হারিয়েছে ২-১ গোলে! তাহলে স্কোর লাইন ২:০ হয় কীভাবে?
এপ্রিলে ওয়েমব্লিতে এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জয়। আর কাল প্রিমিয়ার লিগে ২–১ গোলে জয়। সিটির মুখোমুখি সর্বশেষ দুটি ম্যাচই জিতে স্কোরলাইন ‘২–০’ করে ফেলেছে চেলসি। আর এতেই ম্যানচেস্টার সিটি যেন হয়ে উঠেছে চেলসির ‘প্রিয়’ প্রতিপক্ষ! আর দুটো জয়েই অবদান রয়েছে চেলসি মিডফিল্ডার হাকিম জিয়েখের। কালকের হারে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়লেও চেলসির চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিটা হয়েছে ভালোই।
কাল ইতিহাদে চেলসি-ম্যানসিটি ম্যাচটি ছিল এক অর্থে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। ৩০ মে ইস্তাম্বুলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এ দুই দল। কাল নিজেদের ঝালিয়ে নিতে লড়াইটা হয়েছে জমজমাট।
৪৪ মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে চেলসিকে ১–০ গোলে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই আগুয়েরোই মিস করেছেন সহজ একটি সুযোগ। পেনাল্টিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের পানেনকা শটটি সহজেই ঠেকিয়েছেন চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্দি।
৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন এফএ কাপ সেমিফাইনালের নায়ক হাকিম। আর কাল সিজার আজপিলিকুয়েতার সহায়তায় সরাসরি শটে সিটিজেনদের সমতায় ফেরান এই মিডফিল্ডার। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে টিমো ভেরনারের পাস দেন বদলি খেলোয়াড় মার্কোস অ্যালোনসোকে। দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন অ্যালোনসো।
কাল চেলসির বিপক্ষে ২-১ গোলে হারার পর পেপ গার্দিওলা হয়তো ভাবছেন, ‘ভাগ্যিস এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ছিল না!’। কে বলতে পারে, এই হারটিই হয়তো ইস্তাম্বুলে প্রতিশোধ নিতে সাহায্য করবে সিটিজেনদের। তবে টানা দুই জয়ে মানসিকভাবে চাঙা হয়েই ফাইনালটা নামতে পারবে চেলসি।
ঢাকা: কী, শিরোনাম দেখে চমকে উঠলেন? ভাবছেন, কাল ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে চেলসি হারিয়েছে ২-১ গোলে! তাহলে স্কোর লাইন ২:০ হয় কীভাবে?
এপ্রিলে ওয়েমব্লিতে এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জয়। আর কাল প্রিমিয়ার লিগে ২–১ গোলে জয়। সিটির মুখোমুখি সর্বশেষ দুটি ম্যাচই জিতে স্কোরলাইন ‘২–০’ করে ফেলেছে চেলসি। আর এতেই ম্যানচেস্টার সিটি যেন হয়ে উঠেছে চেলসির ‘প্রিয়’ প্রতিপক্ষ! আর দুটো জয়েই অবদান রয়েছে চেলসি মিডফিল্ডার হাকিম জিয়েখের। কালকের হারে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়লেও চেলসির চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিটা হয়েছে ভালোই।
কাল ইতিহাদে চেলসি-ম্যানসিটি ম্যাচটি ছিল এক অর্থে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। ৩০ মে ইস্তাম্বুলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এ দুই দল। কাল নিজেদের ঝালিয়ে নিতে লড়াইটা হয়েছে জমজমাট।
৪৪ মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে চেলসিকে ১–০ গোলে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই আগুয়েরোই মিস করেছেন সহজ একটি সুযোগ। পেনাল্টিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের পানেনকা শটটি সহজেই ঠেকিয়েছেন চেলসি গোলরক্ষক এদোয়ার্দ মেন্দি।
৬৩ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন এফএ কাপ সেমিফাইনালের নায়ক হাকিম। আর কাল সিজার আজপিলিকুয়েতার সহায়তায় সরাসরি শটে সিটিজেনদের সমতায় ফেরান এই মিডফিল্ডার। ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে টিমো ভেরনারের পাস দেন বদলি খেলোয়াড় মার্কোস অ্যালোনসোকে। দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন অ্যালোনসো।
কাল চেলসির বিপক্ষে ২-১ গোলে হারার পর পেপ গার্দিওলা হয়তো ভাবছেন, ‘ভাগ্যিস এটা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ছিল না!’। কে বলতে পারে, এই হারটিই হয়তো ইস্তাম্বুলে প্রতিশোধ নিতে সাহায্য করবে সিটিজেনদের। তবে টানা দুই জয়ে মানসিকভাবে চাঙা হয়েই ফাইনালটা নামতে পারবে চেলসি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২৪ মিনিট আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
৪০ মিনিট আগেশ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে লঙ্কানদের ৩৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে
২ ঘণ্টা আগেকিছুদিন আগেই বাছাইপর্ব উতরে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের মেয়েরা পর করছে দুরবস্থা। নিজেদের সবশেষ ৯ টি-টোয়েন্টি জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
৪ ঘণ্টা আগে