মেয়ের স্কুলের বেতন দিয়ে ধোনির খেলা দেখলেন এক বাবা
অফিসে মিথ্যা বলে লিওনেল মেসিদের খেলা দেখতে আসায় আর্জেন্টিনার এক নারী ভক্ত গত বছর চাকরি হারিয়েছিলেন। হুইলেন বারবিয়েরি নামের সেই আর্জেন্টাইন নারী ভক্তের মতো এমন অনেকেই আছেন, যাঁরা প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার জন্য অনেক কিছুই বিসর্জন দিতে পারেন।