‘চাউল তুলবার আসি কাজত যাবার পাই না’
‘ফজরের নামাজের পর আসি লাইনত দাঁড়াই। ৫-৬ ঘণ্টা পর চাউল পাই। যেদিন চাউল তুলবার আসি, সেদিন কাজত যাবার পাই না। কামাই না করলে চাউল কিনি কী দিয়া। দুদিন কামাই করি একদিন আসি লাইনত দাঁড়ায়া চাউল কিনি।’ সরকারের খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রমে চাল নিতে এসে কথাগুলো বলেন দিনমজুর আলম (৫২)। গতকাল বৃহস্পতি