গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীতে ওএমএসের আটা কালোবাজারে বিক্রির দায়ে তিনজনকে গ্রেপ্তারের চার দিনের মাথায় এবার মহানগরীর চতর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওএমএসের ৩২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ওএমএসের চাল কালোবাজারির মাধ্যমে কিনে মজুতের দায়ে দুজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—চতর বাজারের ব্যবসায়ী বিশ্বাস স্টোরের মালিক সাইফুল ইসলাম স্বপন (৩৭) ও তাঁর কর্মচারী আফজাল হোসেন।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম বলেন, ‘গোপন সূত্রে আমরা জানতে পারি একটি অসাধু চক্র গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত চাল কালোবাজারির মাধ্যমে কিনে মহানগরীর চতর বাজার এলাকার বিশ্বাস স্টোরে মজুত করেছে। এমন খবর পাওয়ার পর সোমবার রাত ৭টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে দোকানের স্টোরে মজুত করে রাখা ৩২০ বস্তা ওএমএসের চাল জব্দ করা হয়।’
মো. জিয়াউল ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর সঙ্গে আরও কারা জড়িত তাঁদের বিষয়ে তদন্ত চলছে।’
জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি দিয়ে সরকার বাজারমূল্যের চেয়ে কম মূল্যে চাল ও আটা খোলাবাজারে বিক্রির কার্যক্রম (ওএমএস) চালিয়ে আসছে। খাদ্য অধিদপ্তর এই কার্যক্রম বাস্তবায়ন করেছে। ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করে। নিম্ন আয়ের ও গরিব মানুষের খাদ্য সংকটের কথা বিবেচনা করে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও অগ্রাধিকারের ভিত্তিতে কম মূল্যে চাল দেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়ও সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করছে। কিন্তু একটি অসাধু চক্র ওই চাল বেশি দরে কালোবাজারে বিক্রি করছে।
গাজীপুরের জেলা প্রশাসক আনিছুর রহমান বলেন, ‘যারাই অনিয়ম করবে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যারা গরিব মানুষের জন্য বরাদ্দ করা খাদ্যপণ্য নিয়ে কারসাজি করছে, তাঁদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার মহানগরীর পুবাইল এলাকা থেকে কালোবাজারে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে ওএমএসের আটা মজুত করার অপরাধে দুই ডিলার ও এক ডিলারের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুবাইল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। এ ঘটনায় তিনজনের ডিলারশিপ বাতিল করে জেলা খাদ্য বিভাগ।
গাজীপুর মহানগরীতে ওএমএসের আটা কালোবাজারে বিক্রির দায়ে তিনজনকে গ্রেপ্তারের চার দিনের মাথায় এবার মহানগরীর চতর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওএমএসের ৩২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ওএমএসের চাল কালোবাজারির মাধ্যমে কিনে মজুতের দায়ে দুজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—চতর বাজারের ব্যবসায়ী বিশ্বাস স্টোরের মালিক সাইফুল ইসলাম স্বপন (৩৭) ও তাঁর কর্মচারী আফজাল হোসেন।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম বলেন, ‘গোপন সূত্রে আমরা জানতে পারি একটি অসাধু চক্র গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত চাল কালোবাজারির মাধ্যমে কিনে মহানগরীর চতর বাজার এলাকার বিশ্বাস স্টোরে মজুত করেছে। এমন খবর পাওয়ার পর সোমবার রাত ৭টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে দোকানের স্টোরে মজুত করে রাখা ৩২০ বস্তা ওএমএসের চাল জব্দ করা হয়।’
মো. জিয়াউল ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর সঙ্গে আরও কারা জড়িত তাঁদের বিষয়ে তদন্ত চলছে।’
জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি দিয়ে সরকার বাজারমূল্যের চেয়ে কম মূল্যে চাল ও আটা খোলাবাজারে বিক্রির কার্যক্রম (ওএমএস) চালিয়ে আসছে। খাদ্য অধিদপ্তর এই কার্যক্রম বাস্তবায়ন করেছে। ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করে। নিম্ন আয়ের ও গরিব মানুষের খাদ্য সংকটের কথা বিবেচনা করে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও অগ্রাধিকারের ভিত্তিতে কম মূল্যে চাল দেওয়া হচ্ছে। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়ও সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করছে। কিন্তু একটি অসাধু চক্র ওই চাল বেশি দরে কালোবাজারে বিক্রি করছে।
গাজীপুরের জেলা প্রশাসক আনিছুর রহমান বলেন, ‘যারাই অনিয়ম করবে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যারা গরিব মানুষের জন্য বরাদ্দ করা খাদ্যপণ্য নিয়ে কারসাজি করছে, তাঁদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার মহানগরীর পুবাইল এলাকা থেকে কালোবাজারে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে ওএমএসের আটা মজুত করার অপরাধে দুই ডিলার ও এক ডিলারের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুবাইল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। এ ঘটনায় তিনজনের ডিলারশিপ বাতিল করে জেলা খাদ্য বিভাগ।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫