নায়ক ডিপজলের সিনেমায় ভিলেন মিশা
‘কুখ্যাত খুনি’, ‘ক্ষ্যাপা বসু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদীমা’—ব্যবসাসফল অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। কোনো ছবিতে তাঁরা প্রতিপক্ষ, কোনোটায় একই গ্যাংয়ের কুখ্যাত সন্ত্রাসী, নানাভাবে পর্দায় দেখা দিয়েছেন তাঁরা।